বাংলা নিউজ > বায়োস্কোপ > Bidipta Chakraborty: 'মনে রাখব...' রামমন্দিরের উদ্বোধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদীপ্তা?
Bidipta Chakraborty: 'মনে রাখব...' রামমন্দিরের উদ্বোধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদীপ্তা?
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 07:49 AM ISTSubhasmita Kanji
Bidipta Chakraborty: রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। সেখানে বিন্দুমাত্র খুশি নন বিদীপ্তা চক্রবর্তী! কিন্তু কেন? কী লিখলেন অভিনেত্রী?
রামমন্দির নিয়ে খুশি নন বিদীপ্তা চক্রবর্তী
রামমন্দিরের উদ্বোধন নিয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। ২২ জানুয়ারি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গীতা পৃথিবী। আগেই রামলালার মূর্তির ছবি প্রকাশ্যে এস🍎েছিল। এদিন তাতে প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। অযোধ্যা তো বটেই দেশের বিভিন্ন প্রান্তেও এদিন পালিত হল 𒀰অকাল দীপাবলি। কিন্তু একি! তার মাঝেও অখুশি বিদীপ্তা চক্রবর্তী! কিন্তু কেন?
রামমন্দির নিয়ে কী বললেন বিদীপ্তা?
১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরি হওয়া, ১৯৯২ সালে তার ধ্বংস এবং অবশেষে ২০২৪ সালে রামমন্দিরের উদ্বোধন। ফলে অনেকেই মনে করছেন এই একটা লম্বা সময়ের পর ঘরের ছেলে ঘরে ফিরল। দীর্ঘ বনবাস কাটিয়ে অযোধ্যায় অবশেষে ফিরে এলেন রাম। আর তার জন্যই চারিদিকে সাজ সাজ রব। রামমন্দিরের উদ্বোধন ওচাক্ষুষ করার জন্য দেশের ব্যবসায়ী, খেলোয়াড় থেকে শুরু করে বলিউড তারকার সকলেই হাজির ছিলেন। আমন্ত্রণ পেয়েছিলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি যাননি সেখানে। এ হেন জাঁকজমকের মাঝে একটি বিশেষ পোস্ট করলেন বিদীপ্তা চক্রবর্তী। আর তাতেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তিনি মোটেই খুশি নন এই গোটা বিষয়ে।
এদিন অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন বাবরি মসজ𒊎িদ ধ্বংসের দিনের। ১৯৯২ সালের সেই দিনটি একটি ছবি তাঁর টাইমলাইনে পোস্ট করেন যেখানে হিন্দু করসেবকদের মসজিদের মাথায় উঠতে দেখা গিয়েছে। এই ছবিটি শেয়ার করে তিনি তাঁর ক্যাপশনে লেখেন, 'কিচ্ছু দেখব না। কিচ্ছু শুনব না। শুধু মনে রাখব এটা।' তবে খালি বিদীপ্তা চক্রবর্তী একা নন। এদিন টলিউডের একটা বড় অংশ এই ঘটনার বিরোধিতা করেছেন। কবীর সুমন, রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়, সহ অনেকেই রাম মন্দিরের উদ্বোধনের বিরোধিতা করেছেন। তবে বিদীপ্তা এই পোস্ট করার পর সেটা আবার মুছেও ফেলেছেন।
অনেকেই তাঁর এই পোস্টে তাঁর ভাবনার বিরোধিতা করেছেন। সেখানে হিন্দুদের, হিন্দুত্ববাদের জয়গান গাওয়া হয়েছে। এক ব্যক্তি লেখেন, 'আপনার মনে রাখা বা না রাখায় কারও কিছু যায় আসে না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনাদের জ্বলবে তাহলেই আমꦬাদের প্রদীꦬপ জ্বলছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি একা নন, হিন্দুরাও অনেক কিছু মনে রেখেছেন।'