সোফায় পাশাপাশি বসে আছে দুই খুদে। দুজনের হাতেই লজেন্স। চিনতে পারলেন তাঁদের? আচ্ছা হিনট দিচ্ছি, ওঁদের দুজনের বাবা মা বলিউডের সুপারস্টার। এমনকি অভিন✅েতা নিজেও এখন বলিউডের নামকরা তারকা, আজ আবার তাঁর জন্মদিনও বটে। চিনতে পারলেন তাঁকে এবার? 𓂃হ্যাঁ, ইনি হলেন অভিষেক বচ্চন। তাঁর পাশে বসে আছেন তাঁর দিদি শ্বেতা বচ্চন।
শ্বেতা অভিষেক বচ্চনের ছোটবেলার ছবি
৫ ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের জন্মদিন। এদিন অভিনেতা ৪৮ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি বিশেষ🐲 পোস্ট করলেন তাঁর দিদি শ্বেতা। ভাইয়ের জন্মদিন তিনি একটি পুরনো, তাঁর ছোটবেলার একটি অদেখা ছবিဣ পোস্ট করে।
আরও পড়ুন: '𝕴উদ্দেশ্য একটাই ছিল...', পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সি💃র
শ্বেতা বচ্চনের পোস্ট করা এই ছবিতে একটি গেঞ্জি এবং হাফ 𒈔প্যান্ট পরে সোফায় বসে থাকতে দেখা যাচ্ছে অভিষেককে। তাঁর মুখে একটি লজেন্স। অন্যদিকে তাঁর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তাঁর দিদি শ্বেতা বচ্চন। তাঁর পরনে ফ্রক। এই ছবিটি পোস্ট করে শ্বেতা লেখেন, 'ব্যাপারটা এমন নয় যে তুমি জানলেই কেবল তুমিই জানো। আসলে এটা তুমি জানো এবং আমি জানি। আমার ছোট্ট ভাইটা আজ তোমার দিন। অনেক ভালোবা𒐪সা নিও।'
আরও পড়ুন: 'ছোট থেকেই খালি বিয়ে করতে চাই', দিদি নম্বর ꧂ওয়ানে আর একা নয়, বরকে নিয়ে আসতে চান অন্বেষা!
আরও পড়ুন: ভেঙেছে সংসার, স্বামী ফের বিয়ে করতেই কার উদ্দেশ্যে সানিয়া লিখলেন '...নই꧟লে মুকুট পড়ে যাবে'
কে কী বলছেন?
দিদির এই ജপোস্টে মন্তব্য করেছেন অভিষেক। লিখেছেন 'তোমাকেও আমি ভালোবাসি।' জোয়া আখতারও এই পোস্টে কমেন্ট করেছেন। তিনি একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এছাড়া সোনালি বেন্দ্রে, নভ্যা নন্দাও লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন এই পোস্টে। আরও অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। 👍অভিনেতার অনুরাগীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।