ধামাল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব অর্থাৎ ‘ধামাল ৪’ নিয়ে একটি বড় আপডেট দিল টি সিরিজ। কমেডি, অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ইদে মুক্তি পাবে বড় পর্দায়। সিনেমায় সকলের উপস্থিতি থাকলেও সঞ্জয় দত্তের অনুপস্থিতি ভীষণভাবে নাড়া দিয়েছে দর্শকদের। সঞ্জু বাবার অনুপস্থিতি নিয়ে প্রশ্💟নও তুলেছেন বহু মানুষ।
‘ধামাল ৪’ ছবিতে অভিনয় করবেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র, জাভেদ জাফেরি, সঞ্জীদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় 🍎পাটকর এবং রবি কিষাণ-এর মতো একাধিক নামী ♈তারকারা। মালশেজ ঘাটে প্রথম কিছুটা শ্যুটিং হওয়ার পর এবার মুম্বইয়ে চলছে বাকি শ্যুটিং।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার 𓄧দিয়েছেন এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহু𓂃বলী, পুষ্পা-র থেক🐼েও বেশি
সিনেমা মুক্তির কথা ঘোষণা করা হলেও অভিনেত🍸া-অভিনেত্রীদের মধ্যে সঞ্জয় দত্তের অনুপস্থিতি থেকে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। কমেন্ট বক্সে স্পষ্ট দেখা গেছে বিরক্তির ছাপ। একজন লিখেছেন, ‘সঞ্জয় স্যার?’ অন্য একজন লিখেছেন🐲, ‘সঞ্জু বাবা মিসিং।’ তৃতীয় একজন লিখেছেন, ‘অজয়? সঞ্জু বাবা কোথায়?’ চতুর্থ একজন লিখেছেন, ‘অজয় দেবগন কি করছেন এখানে, সঞ্জয় দত্ত কোথায়?’
সঞ্জয় দত্ত ছাড়াও ছবিতে মাধুরী দীক্ষিত এবং বোমান ইরানিকে না দেখেও বেশ হতাশ হয়েছেন দর্শকরা। আগের স্টারকাস্টকে আবার আনার জন্য অনুরোধ জানানো হয়েছে দর্শকদের তরফ থ🦩েকে। তবে সব মিলিয়ে এই পর্বটিও যে মানুষকে অনাবিল আনন্দ দেবে সেই বিষয়ে একমত প্রত্যেক দর্শক।
গুলশান কুমার এবং টি-সিরিজ, দেবগন ফিল্মস, টি-সিরিজ ফিল্মস, মারুতি ইন্টারন্যাশনাল, প্যানোরামা ♈স্টুডিওজ প্রযোজনার দায়িত্বে রয়েছে ছবিটি। ‘ধামাল ৪’ পরিচালনা করেছেন ইন্দ্র কুমার এবং প্রযোজনা করেছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত এবং কুমার মঙ্গত পাঠক।
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়া নজღর ক্যাটের, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায় সোচ্চার প্🌸রীতি, বললেন, 'সবার মতামত...'
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় ‘ধামাল’, যা দর্শকদের মন꧋ ছুঁয়ে গিয়েছিল। আজও এই সিনেমার বিভিন্ন ক্লিপিং ফেসবুকে মিম তৈরি করতে ব্যবহার করা হয়। দ্বিতীয় পর্ব মুক্তি পায় ২০১১ সালে। এই সিনেমাতেও কাস্টিং এর ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আনা হয়নি। ‘টোটাল ধামাল’ অর্থাৎ তিন নম্বর পর্বে অজয় দেবগনকে দেখা গিয়েছিল অভিনয় করতে।