মেট গালা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে নি🤪উইয়র্কে। এই অনুষ্ঠানে সারা বিশ্বের তারকারা একত্রি🌺ত হন। তবে চলতি বছরে ভারতীয় তারকাদের দিকে বিশেষভাবে নজর রয়েছে সকলের, কারণ এই বছর প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন শাহরুখ খান। অন্তঃসত্ত্বা অবস্থায় এলেন কিয়ারা। তবে এবারের অনুষ্ঠানে একেবারে অন্যরকম সেজে সকলের নজর কেড়েছেন দিলজিৎ দোসাঁঝ।
মেট গালা অনুষ্ঠানে রাজকীয় পোশ♚াকে সেজে এসেছিলেন দিলজিৎ। পাঞ্জাবি ঐতিহ্যকে বজায় রেখে সাদা শেরওয়ানিতে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল পাগ𝔉ড়ি, বহুমূল্যবান গয়না। সব মিলিয়ে কোনও রাজার থেকে কম লাগছিল না তাঁকে। তবে এই অনুষ্ঠানে শুধু পোশাকের দিক থেকে নয়, ব্যবহারের দিক দিয়েও তিনি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে।
আরও পড়ুন: ཧকিং বেশে শাহরুখ, রাজকীয় অবতারে দিলজিৎ, মেট গালায় চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারের ﷽সঙ্গ🧜ে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
মেট গালা অনুষ্ঠানে গায়িকা শাকিরার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় দিলজিৎকে। শাকিরা ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় উঠে এসেছে দিলজিৎ এবং শাকিরার সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত। তবে শুধু শাকিরা এবং দিলজিৎ নন, ভিডিয়োয় দেখা গিয়েছে নিকোল শেরজিঙ্গার এবং টেসা থম্পসনকেও। দেখা গিয়েছে দিলজিৎ- এর ডিজাইনার তথা ঘনিষ্ঠ বন্ধু༺ প্রবাল গুরুংকেও।
ভিডিয়ো চলাকালীন শাকিরা তাঁর ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন দিলজিৎ - এর সঙ্গে। শাকিরা যখন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘সবাই দেখুন ꧑ইনি হলেন দিলজিৎ। সবাই হাই বলুন।’ ঠিক সেই সময় শাকিরার ভক্তদের উদ্দেশ্যℱে হাত না নাড়িয়ে হাতজোড় করে নমস্কার করতে দেখা যায় দিলজিৎকে। এই ভাবেই তিনি ভারতীয় সংস্কৃতিকে এই সকলের সামনে তুলে ধরলেন।
দিলজিৎ এবং শাকিরার আড্ডার ভিডিও সোশܫ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা এই দুই তারকাকে একস𝓰ঙ্গে দেখার দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমরা আপনাদের একসঙ্গে গান গাইতে দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যিই আজ পাঞ্জাব বিশ্বের দরবারে স্থান পেল। দারুন লাগছে। আইকনিক মুহূর্ত।’
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পু🔯জো উরফꦕির, হামাগুড়ি দিয়ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস্বী ত🐻ুলতেও বাধা! মেট গালায় ওযেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
একজন ভক্ত বলেন, ‘আপনাদের দুজনকে একসঙ্গে মঞ্চে দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘আপনারা𝕴 দুজন কোলাব করলে দারুন হবে। হয়তো ভবিষ্যতে এমনটাই দেখত𝓀ে পাব আমরা।’
প্রসঙ্গত, দিলজিৎ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড💛়া, ইশা আম্বানি সহ আরও অ𝔉নেকেই। অতিথিদের প্রতিবছরের মতো বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়েছিল। আমন্ত্রণপত্র থাকলেও প্রবেশ করার আগে দিতে হয়েছে নির্ধারিত পরিমান অর্থ। পোশাক এবং খাবারের ক্ষেত্রেও মেনে চলতে হয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।