1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2023, 07:49 AM ISTSubhasmita Kanji
Dadagiri 10 Update: দাদাগিরির মঞ্চে এ কে কুমার শানু নাকি অন্য কেউ! লুকস থেকে গলার স্বর সবই যেন হুবহু মিলে যাচ্ছে। কুমার শানুর হামসকলকে দেখে চমকিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের মঞ্চে কুমার শানুর হামসকলের দাদাগিরি
দাদাগিরির মঞ্চে গত রবিবার বাংলার বিভিন্ন প্রান্তে যাঁরা সত্যি কোনও না কোনও ভাবে দাদাগিরি দেখিয়ে চলেছেন তাঁদের দেখা মিলল। তাঁদের কাজের বিষয়ে এদিন তাঁরা জানালেন সকলকে। তবে সবার মাঝে চমকে দিলেন এক ব্যক্তি। চশমা পরে গান গাইতে গাইতে ঢুকলেন মঞ্চে। প্রথম কুমার শানু বলে ভ্রম হয়। পরে বোঝা যায় তিনি আদতে গায়কের ভক্ত এবং তাঁর হামসকল। এই ব্যক্তির নাম কাজিবুর রহমান। তাঁকে যে কেবল কুমার শানুর মতো দেখতে তাই নয়, তাঁর কণ্ঠস্বর এমনকি গান গাওয়ার ধরন সবটাই হুবহু মিলে যায় গায়কের সঙ্গে।
দাদাগিরির মঞ্চে কুমার শানু হামসকল
দাদাগিরির মঞ্চে কুমার শানুর হামসকলকে দেখে রীতিমত চমকিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর গলায় গায়কের গান শুনে ভাবেন বুঝি রেকডিং চলছে। পরে সত্যিটা জানতে পেরে বলেন, 'কোনও তফাৎ নেই দুজনের। অবিকল এক।' কাজিবুর রহমান এদিন বীরভূমের হয়ে খেলেন। তাঁকে কুমার শানুকে নিয়ে এদিন যতগুলো প্রশ্ন করা হয় সবগুলোর তিনি সঠিক উত্তর দেন। ফলে এখান থেকেই বোঝা যায় যে তিনি কুমার শানু ভক্ত হলেও কেবল তাঁর গান নয়, তাঁর বিষয়ে একাধিক জ্ঞানও রাখেন।
এদিন কাজিবুর নিজেই একটি করে ঠিক উত্তর দেন এবং যেভাবে কুমার শানু 'ফাটাফাটি' গেয়ে উঠতেন সারেগামাপার মঞ্চে প্রতিযোগীদের গান শুনে সেভাবে তিনিও ফাটাফাটি গাইছিলেন একই ভঙ্গিতে।