শাহরুখ খানের ছবি 'কিং'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। আর এই সিনেমার নানা খুঁট꧂িনাটি নিয়ে দর্শকদের জানার আগ্রহও প্রবল। সামনে এল শাহরুখের সিনেমাতে কারা কাজ করতে চলেছেন সেই আপডেট। অভিষেক বচ্চন থেকে শুরু করে অনিল কাপুর, কে নেই ছবিতে! আর হবে নাই বা কেন, শাহরুখ খান যে তাঁর মেয়ে সুহানা খানকে এই ছবির মাধ্যমেই নতুন করে লঞ্চ করতে চলেছেন।
কারা আছেন কিং-এ?
ছবিতে অভিনয় করেছেন দীপিকা পা💝ড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং অভয় ভার্মা। কিং ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ‘লিওন: দ্য প্রফেশনাল’-এর হিন্দি রিমেক। এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে আততায়ীর ভূমিক𓄧ায়।
সুহানা খানের চরিত্র সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে, 🔯তাঁকে তাঁর দ্বিতীয় ছবিতে লিড রোলেই দেখা যাবে। সঙ্গে খবর আসছে, সুহানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন রানি মুখোপাধ্যায়।
মনে করা হচ্ছে যে দীপিকা পাড়ুকোনের এ༒ই ছবিতে একটি ক্যামিও থাকবে। এর আগে এই চরিত্রের জন্য ক্যাটরিনা ক🍌াইফ ও করিনা কাপুরের নাম ভাবা হচ্ছিল।
ছবিতে অনিল কাপুর ও জ্যাকি শ্রফকেও দেখা যাবে
সূত্রের খবর, কিং ছবিতে শাহরুখ খানের বসের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। তবে জ্যাকি শ্রফের চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জয়দীপকে। একই সঙ্গে আরশাদ ওয়ারসির চরিত্রটি হতে পারে💙 মজার ও হালকা ধূসর। অভিনেতা অভয় বর্মাও শাহরুখের ছবির অংশ হবেন। তাঁর চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। ২০২৬ সালে মুক্তি পেতে পারে শাহরুখের কিং।
সুহানার ডেবিউ নেটফ্লিক্সে
শাহরুখ-কন্যার অভিনয় শুরু হয় নেটফ্লিক্সের আর্চিজ দিয়ে। এমনকী, ইন্ডাস্ট্র্রির আরও কিছি স্টারকিডকে লঞ্চ করেন জোয়া আখতার- যেমন বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের মেয়ে🌳 শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য নন্দা। তবে সেভাবে কারও অভিনয়ই মনে দাগ কাটেনি দর্শকের। খুব বেশি সাফল্যও পায়নি সিরিজটি।
এবার দেখার বাবা শাহরুখের হাত ꦑধরে ঘোরে নাকি সুহানা খানের ভাগ্যের চাকা! এদিকে শাহরুখের বড় ছেলে আরিয়ানও ফিল্ম লাইনেই কাজ শুরু করেছেন। তবে তিনি ক্যামেরার সামনে নয়, পিছনে। ছেলের ডেবিউ প্রোজেক্টেরও হিরো শাহরুখ খান।