২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রা📖মলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর সেই উপলক্ষ্যে একাধিক বলিউড অভিনেতারা এখানে উ🌳পস্থিত হয়েছেন। এসেছেন হেমা মালিনীও। এই অনুষ্ঠানের একদিন আগে অযোধ্যায় এসে সেখানকার সাজ সজ্জা সবটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। আর সেই কথাই তিনি টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে ব্যাখ্যা করে লেখেন। জানান এই ঐতিহাসিক ঘটনার আগে অযোধ্যার অবস্থা কী।
হেমা মালিনী তাঁর টুইটে কী লিখেছেন?
হেমা মালিনী তাঁর টুইটে এদিন লেখেন, 'গোটা বিশ্ব অধির আগ্রহে অপেক্ষা করে আছে রামলালার𒈔 প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য। অযোধ্যায় তাঁর নিজের জায়গায় অবশেষে সেই ঘটনা ঘটতে চলেছে।'
তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন,🐷 'এই সকল উত্তেজনা, আনন্দের মধ্যে আমিও 🉐আছি। বাতাসে যেন উচ্ছ্বাস ভাসছে। সকলে যখন জয় শ্রী রাম চিৎকার করছেন তখন রীতিমত গায়ে কাঁটা দিচ্ছে। জয় শ্রী রাম।'
হেমার অনুষ্ঠান
গত ১৭ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে হেমা রামায়ণের উপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য পারফর্ম করেছেন। সেখানে তিনি সীতার চরিত্রে অভিনয় করেছেন। একটি ভিডিয়োতে তিনি এই অনুষ্ঠানে পারফর্ম করার বিষয় নিয়ে বলেছিলেন, 'আমি অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার 🌌অনুষ্ঠানে আসব। মানুষ এটꦛার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১৭ জানুয়ারি আমি অযোধ্যা ধামে একটি নৃত্যনাট্য পারফর্ম করবে রামায়ণের উপর ভিত্তি করে।'
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান
২২ জানুয়ারি রামমন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ൲হাজির থাকবেন একাধিক মান্যগণ্য ব্যক্তিরা। আসবেন অক্ষয় কুমার, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, সানি দেওল, প্রভাস প্রমুখ। ইতিমধ্যেই এখানে অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, রণদীপ হুডা, রজনীকান্ত, প্রমুখ আসবেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন।