'হৃতিক ভীষণই পেশাদার। সেই হাতির দৃশ্যের জন্য কোনো বডি ডাবল ব্যবহার করা হয়নি। ওটা একটা মহিলা হাতি ছিল। আর ওকে আমরা শুটিংয়ের চার-পাঁচ মাস আগে থেকে স্টুডিওতে নিয়ে এসেছি, যাতে সে শুটিংয়ে বন্ধুত্ব পূর্ণ আচরণ করে।
'যোধা আকবর'
পরিচালক আশুতোষ গোয়ারিকরের 'যোধা আকবর' দেখেছেন নিশ্চয়। ঐশ্বর্য রাই বচ্চন ও হৃত্বিক রোশন অভিনীত এই ছবি বলিউডের ইতিহাসে বিশেষ ছাপ রেখে গিয়েছে। ছবির সেই দৃশ্যটি মনে পড়ে? যেখানে একটি খ্যাপা হাতির সঙ্গে লড়াই করে, পরে তারই পিঠে চড়ে তাঁকে বস মানিয়েছিলেন 'আকবর' হৃত্বিক। সিনেমায় টানটান উত্তেজনায় পূর্ণ আকবরের সঙ্গে হাতির সেই লড়াইয়ে ভয়ানক দৃশ্য দেখে অনেকেরই বুক কেঁপেছিল। তবে সম্প্রতি সে প্রসঙ্গেই অজানা তথ্য ফাঁস করেছেন স্টান্ট ডিরেক্টর রবি দেওয়ান।
ঠিক কী বলেছেন স্টান্ট ডিরেক্টর রবি দেওয়ান?
রবি দেওয়ান জানিয়েছে হাতির সঙ্গে ছবির ভয়ানক সেই স্টান্টগুলি করতে হৃত্বিক নাকি কোনও বডি ডাবল নেননি, নিজেই সেই স্টান্টগুলি করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। রবি দেওয়ান বলেন, ‘হৃতিক ভীষণই পেশাদার। সেই হাতির দৃশ্যের জন্য কোনো বডি ডাবল ব্যবহার করা হয়নি। ওটা একটা মহিলা হাতি ছিল। আর ওকে আমরা শুটিংয়ের চার-পাঁচ মাস আগে থেকে স্টুডিওতে নিয়ে এসেছি, যাতে সে শুটিংয়ে বন্ধুত্ব পূর্ণ আচরণ করে।’