Kangana on Pahalgam Terror Attack: ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় যাঁরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তাঁরা ভাবতেও পারেননি ভূস্বর্গ ভ্রমণ এমন আতঙ্কে পরিণত হবে! জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এদিন সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত।
Ad
পহেলগাঁও হামলায় 'নপুংসক' সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা!
২২ এপ্রিল বৈসরন উপত্যকায় যাঁরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তাঁরা ভাবতেও পারেননি ভূস্বর্গ ভ্রমণ এমন আতঙ্কে পরিণত হবে! জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এদিন সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত।
এদিন কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রামে দুটো ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে একজন সন্ত্রাসবাদী বন্দুক হাতে বৈসরনে ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবির ক্যাপশনে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লেখেন, 'সন্ত্রাসবাদের ধর্ম আছে। আর ঠিক তেমন ভাবে পীড়িতদেরও।' আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বাবার দেহর উপর বসে আছে একটি খুদে। সেই ছবির শেয়ার করে এদিন কঙ্গনা রানাওয়াত লেখেন, 'ওরা সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে যাদের কাছে কিছুই ছিল না আত্মরক্ষার জন্য। অতীতে প্রতিটি যুদ্ধ রণক্ষেত্রে হয়েছে। কিন্তু এই নপুংসকগুলোর হাতে যেহেতু অস্ত্র আছে সেহেতু তারা নিরস্ত্র নিরপরাধ মানুষগুলোর উপর হামলা চালালো। এই ভীরুগুলোর সঙ্গে কীভাবে লড়াই করা যায় যারা যুদ্ধক্ষেত্রের বাইরে কেবল লড়াই করতে চায়?'
কঙ্গনা রানাওয়াতের পোস্টকঙ্গনা রানাওয়াতের পোস্ট
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।
এই ঘটনার প্রতিবাদে বলিউডের অনেকেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, করণ জোহর, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্ত, প্রমুখ। বাদ যায়নি টলিউডও। এই ঘটনার পর শ্রীনগর বিমানবন্দরে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। এই পরিস্থিতিতে আকাশ ছুঁয়েছে টিকিটের মূল্য।এমন অবস্থায় শ্রীনগর রুটে বিমান ভাড়া যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ। বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।