গদর-২র সাফল্য কাছাকাছি এনেছে ধর্মেন্দ্রর দুই পরিবারকে। তিক্ততা ভুলে গদর-২র বিশেষ স্ক্রিনিংয়ের আয়ౠোজন করেছি♛লেন এষা দেওল। সেখানে সৎ ৪ ভাইবোন এষা, অহনা, সানি, ববি দেওলকে একসঙ্গেই দেখা যায়। আবার, দূরত্ব ভুলে সৎ ছেলে সানির গদর-২ দেখতে গিয়েছিলেন হেমা মালিনী। সেসময় সৎ ছেলে সানির সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছিলেন হেমা। তবে সৎ মাকে নিয়ে সানিকে কখনওই সেভাবে কথা বলতে শোনা যায়নি।
সম্প্রতি করণের চর্চিত টক শো Koffee With Karan-এর ৮ নম্বর সিজনে ꦆএসে সৎ মা হেমা মালিনীকে নিয়ে মুখ খুলেছেন সানি ও ববি দেওল। প্রথমে ববি বলেন, এই চর্চা শুরু হয় করণের (সানি দেওলের বড় ছেলে) বিয়ের সময় থেকে। আমরা কখনই আমাদের পরিবারের অন্দরের বিষয় প্রকাশ্যে আনিনি। আমরা এবিষয়ে খুবই লাজুক, মিডিয়ার থেকে দূরেই থাকি। তবে বিয়েতে আমরা কাউকে ভিডিও করা থেকে বিরত রাখতে পারিনি। আমরা সেই ভিডিওগুলির কারণে বহু মানুষের ভালবাসা পেয়েছি। সেখানে লেকজন দেখেছেন, আমদের পরিবার আসলে কেমন। আমি মনে করি আমাদের মেয়ে (বউমা) দ্রিশা (আচার🌳্য) আমাদের ভাগ্য ফিরিয়ে এনেছে। করণের বিয়েতে ভাইয়া নেচেছেন, তারপরে গদর ২ও মুক্তি পেয়েছিল। আমি আমার ভাইকে এতটা নাচতে আগে দেখিনি।'
আরও পড়ুন-শোভনের কাঁধে মাথা রেখে একান্তে প্রেমমাখা ছবি, নতুন সম্পর্কের ক🎃থা গোপন থাকল না সোহিনীর
এদিন হেমা কন্যা এষা, অহনা প্রসঙ্গে সানি বলেন, ‘ওরা আমার বোন। সেটাই হল আসল কথা। কোনওকিছুই এটা বদলে দিতে পারে না। ওরা খুব খুশি ছিলো, সব আনন্দ ছাপিয়ে গিয়েছে যখন Gadar 2 সফল হয়েছে। ওরা সাকসেস পার্টি দিতে চাইল, আমার প্রশ্ন ছিল সবাই আসবে নাকি? 🍰আমার বন্ধু করিমকে ইন্ডাস্ট্রির সবাই জানে। ওই সব আয়োজন করেছে। যদিও সন্ধ্যা পর্যন্ত, আমি নিশ্চিত ছিলাম না কে আদ▨ৌও এই পার্টিতে আসবে! তবে সবাই যেভাবে এসেছিল, সবাই যেভাবে ভালবাসা দিয়েছিল, আমি সবাইকে আসতে দেখে খুব খুশি হয়েছিলাম’।
যদিও এর আগে ধর্মেন্দ্রর দুই পরিবারের মধ্যে কলহের গুঞ্জন ছিল।♕ তবে গদর-২র সাফল্যের পর সেই জল্পনার ইতি হয়েছে।