ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের তৃতীয় সিজন গত সপ্তাহ থেকে নেটফ্লিক্সে শুরু হওয়ার পর থেকেই বেশ চর্চায়। এই মরসুমে ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস শিরোনামের রিয়েলিটি সিরিজটিতে দেখা যাচ্ছে ৩জন নতুন কাস্ট। আর তঁরা হলেন দিল্লি ভিত্তিক সোশ্যালাইট, রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, শালিনী পাসি এবং কল্যাণী সাহা চাওলা। আর এর মধ্যে শালিনী এরমধ্যেই দর্শক মনে জায়গা করে ফেলেছেন। দেখতে সুন্দরী, এই মহিলার পরিচয় কী?
শালিনী পাসি কে?
শালিনী পাসি দিল্লিতে বসবসাকারী এক উদ্যোগপতি। যিনি মূলত ফ্যাশন নিয়ে কাজ করেন। ১৯৭৬ সালে দিল্লিতে জন্মগ্রহণ করলেও, নব্বইয়ের দশকের শেষের দিকে ব্যবসায়ী সঞ্জয় পাসিকে বিয়ে করেন তিনি। দিল্লির গলফ লিংকে ২০ হাজার বর্গফুটের একটি প্রাসাদোপম বাড়িতে ১৪টি রুম রয়েছে তাঁদের। ফিটনেস ফ্রিক শালিনী বেড়ে ওঠার সময় রাজ্য স্তরের জিমন্যাস্ট ছিলেন। এই দম্পতির একটি ছেলে রয়েছে - রবিন, যে তাদের সঙ্গেই থাকে।
একজন সমাজসেবী হিসাবে, শালিনী দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির অন্যতম প্রধান মুখ। ২০১০ সাল থেকে তিনি দিল্লির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। এর জন্য, তিনি এমন কর্মশালার আয়োজন করেন যা শিশুদের চারু ও কারুশিল্প শেখার সুযোগ দেয়।
২০১৮ সালে, শালিনী তার ফাউন্ডেশন, শালিনী পাসি আর্ট ফাউন্ডেশন এবং এমএএইচ ইন্ডিয়া শুরু করেছিলেন, যা ভারতে উদীয়মান শিল্পীদের প্রচার করে। শালিনী দিল্লির দিন থেকেই শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু'জন এখনও খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। 'ফ্যাবুলাস লাইভস'-এ হাজির হওয়ার আগ পর্যন্ত শালিনী তাঁর ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন।
সঞ্জয় পাসি যখন ভারতের সর্বোচ্চ করদাতা ছিলেন
শালিনীর স্বামী সঞ্জয় পাসি পাসকো গ্রুপের চেয়ারম্যান ছিলেন, যাকে 'উত্তর ভারতে টাটা মোটরস-প্রত্যয়িত ডিলারশিপের শীর্ষস্থানীয় নাম' হিসাবে বর্ণনা করা হয়েছে। সঞ্জয়ের মোট সম্পত্তির পরিমাণ জানা না গেলেও, ইকোনমিক টাইমস অনুসারে পাসকো গ্রুপের মোট সম্পত্তি ২৬৯০ কোটি টাকা। ২০২১ সালে তিরুমালা তিরুপতি দেবস্থানমে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য খবরে এসেছিলেন সঞ্জয়। ১৯৯৯ সালে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে আয়কর রত্ন পুরস্কারে ভূষিত হন সঞ্জয়।
'ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস' সম্পর্কে
বলিউড ওয়াইভস' শিরোনামে হওয়া প্রথম দুটি পর্বে ছিলেন মাহিপ কাপুর, সীমা সাজদেহ, ভাবনা পান্ডে এবং নীলম। এবারে দিল্লির ৩ মহিলা আসায় শোটি দিল্লি বনাম মুম্বইয়ের স্বাদ রয়েছে। নেটফ্লিক্সে মিশ্র রিভিউ পেলেও, অনলাইনে বেশ গুঞ্জন তৈরি করেছে। বিশেষ করে শালিনী টুইটারে 'সোজাসাপ্টা' এবং 'বাস্তববাদী' বলে প্রশংসিত হয়েছেন।