অশান্ত বাংলাদেশ। সেদেশে চলছে হিন্দুদের উপর অত্যাচার। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই ক্রমাগত উত্তাল হয়েছে সেদেশের পরিস্থিতি। সেদেশের সাম্প্রদায়িক অশান্তির আঁচ লেগেছে এপার বাংলা ও ত্রিপুরাতেও। এরই মাঝে সম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সঙ্গীতশিল্পী মহীতোষ তালুকদার তাপস। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্ব টিকিয়ে রাখার বার্তা দিলেন তিনি।
৩ ডিসেম্বর, মঙ্গলবার নিজের ফেসবুকের পাতায় 'ও মোদের দেশবাসী রে' খালি গলায় গেয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন শিল্পী।মহীতোষ তালুকদার তাপসকে ভিডিয়ো বার্তায় বলতে শোনা যায়, ‘বন্ধুরা চলুন আমরা বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব বজায় রাখি। আমরা সবাই মিলে সাম্প্রদায়িকতা রুখে দিই। মানুষের জয় হোক, মানবতার জয় হোক। আমি মহীতোষ তালুকদার তাপস বলছি বস্টন থেকে, জীবন সুন্দর, আনন্দম।’
এই ভিডিয়োর সঙ্গে বাংলাদেশের বংশোদ্ভূত এই শিল্পী লেখেন, 'বন্ধুরা, চলুন সবাই মিলে সাম্প্রদায়িকতা রুখে দিই। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্ব টিকে থাকুক। প্রতিবেশী দুইদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। আজ থেকে ঠিক ৭৫ বছর আছে শ্রদ্ধেয় সলিল চৌধুরী এই গানটি লিখেছিলেন, সুর দিয়েছিলেন। আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক এই গান। সলিলদা'র জন্মশতবর্ষে আবারও তাঁকে প্রণাম জানাই, জানাই সেলাম। শান্তির জয় হোক। মানুষের জয় হোক। মানবতার জয় হোক। জীবন সুন্দর, আনন্দম।'
আরও পড়ুন-নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল, পুলিশের দ্বারস্থ শিল্পীর স্ত্রী, শুরু হয়েছে তদন্ত