সাতপাকে বাঁধা পড়লেন নুসরত জাহানের বোন নজহত। তাঁদের বিয়ের একাধিক ছবি ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে। ছোট বোন নতুন জীবন শুরু করতেই আবেগঘন দিদি নুসরত। শুভেচ্ছা বার্তায় লিখলেন কী?
আরও পড়ুন: পহেলগাঁও হামলার জিবলি পোস্ট করতেই 'অশিক্ষিত' বলে কটাক্ষ, তড়িঘড়ি পোস্ট ডিলিট দর্শনার! চাইলেন ক্ষমাও
সাতপাকে বাঁধা পড়লেন নুসরতের বোন
দীর্ঘদিনের প্রেমিক করণ কাপুরের গলায় এদিন মালা দিলেন নুসরত জাহানের বোন নজহত জাহান। তাঁদের মেহেন্দি থেকে গায়ে হলুদ সহ বিয়ে সমস্ত অনুষ্ঠানের ছবি এদিন প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে গায়ে হলুদের সময় নুসরতের বোন সাদা প্রিন্টেড শাড়ি পরেছিলেন। অন্যদিকে অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের পোশাক। বোনকে জাপটে ধরে হলুদ মাখাতে দেখা যায় তাঁকে। মেহেন্দির অনুষ্ঠানেও বোন, ভগ্নিপতি, যশ সবাইকে নিয়ে ছবি তুলতে দেখা যায় নুসরতকে।
বিয়ের সময় নজহত পরেছিলেন রানি রঙের লেহেঙ্গা। ভর্তি সিলভার সুতোর কাজ ছিল তাতে। সঙ্গে পরেছিলেন মানানসই জড়োয়ার গয়না। অন্যদিকে তাঁর বর করণ কাপুরের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। বোনের এই বিশেষ দিনে নুসরত পরেছিলেন সিলভার রঙের একটি শাড়ি। ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, জড়োয়ার গয়না, সানগ্লাসে দেখা যায় অভিনেত্রীকে।
এদিন বোনের বিয়ের ছবি পোস্ট করে নুসরত লেখেন, 'আমার হৃদয় ভরে আসছে...' তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'আমার আদরের ছোট্ট বোনটা ওর প্রিন্স চার্মিংকে পেয়ে গিয়েছে। পরিবারে স্বাগত করণ কাপুর।' এই পোস্টে অভিনেত্রী নজহত এবং যশ দুজনকেই মেনশন করেছেন।
প্রসঙ্গত আগামীতে নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে দেখা যাবে আড়ি ছবিটিতে। এই ছবিটির পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। মুখ্য ভূমিকায় যশ দাশগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। যশ দাশগুপ্ত ফিল্মস এই ছবিটির প্রযোজনা দায়িত্ব সামলেছে। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'জল খেয়ে খিদে মেটাতাম', দৈনিক মোটে ৮ টাকা হাতখরচ! পরিবারের দুঃসময়ের স্মৃতি হাতড়ে কী বললেন নুসরত?