অক্ষয় কুমারের সঙ্গে বহু ছবিতে কাজ♔ করেছেন, তবুও আক্কি নাকি তাঁর বন্ধু নন। সম্প্রতি পরেশ রাওয়ালের এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছিল চর্চা। পরেশ বল🌠েছিলেন যে অক্ষয় তাঁর বন্ধু নন বরং একজন সহকর্মী। তাঁর এমন মন্তব্যে অনেকেই ভেবেছিলেন তাঁরা দুজনে একসঙ্গে বহু সিনেমাতে কাজ করলেও পর্দার বাইরে তাঁদের সম্পর্ক হয়ত ভালো নয়। তবে এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন পরেশ রাওয়াল।
ঠিক কী বললেন পরেশ রাওয়াল?
Bollywood Hungama-র সঙ্গে কথা বলতে গিয়ে পরেশ বলেন, 'মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধুই বলেছিলাম যে উনি একজন সহকর্মী। আসলে যখন আপনি কাউকে বন্ধু বলেন, তার মানে আপনি তাঁর সঙ্গে মাসে🐻 ৫-৬ বার দেখা করেন এবং তাঁদের সঙ্গে আপনি সপ্তাহে অনেকবার কথা বলেন। এছাড়া আমি সামাজিক (social) নই, অক্ষয়ও নন, তাই একে অপরের সঙ্গে পার❀্টি (party) করাও সম্ভব নয়। এ কারণেই আমি তাঁকে সহকর্মী বলেছি। কিন্তু লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে? কিন্তু কিছুই হয়নি।'
পরেশকে আবাওর জিগ্গেস করা হয়, অক্ষয় কি তাঁর সাক্ষাৎকারটি দেখেছেন? এই প্রশ্নে অভিনেতা বলেন, 'না, উনি বেশ শান্ত (cool) মানুষ। অক্ষয় এবং আমি এ🌌কসঙ্গে ১৫-২০ টি ছবিতে কাজ করেছি। তবে তাঁকে ভালো বন্ধু বানানো যেতেই পারে।'
'ভেবে কথা বলব'
পরেশ রাওয়াল আরও বলেন যে এখন থেকে তিনি আরও সাবধানে সতর্ক হয়ে কথা বলবেন। তাঁর কথায়, 'আমি এখন আর💮ও সতর্ক হয়ে, সবকিছু দেখে শুনে ব💝ুঝে তবেই কথা বলব। লোকজন আপনার কথার যেকোনো অর্থ বের করে ফেলেন। পরে ব্যাখ্যা দেওয়া তার বেশ কঠিন হয়ে যায়।'
অক্ষয়কে নিয়ে ঠিক কী বলেছিলেন পরেশ?
প্রসঙ্গত, পরেশ রাওলকে জিগ্গেস করা হয়েছিল, অক্ষয় কুমার কি আপনার বন্ধু? এই প্রশ্নে Lallantop-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বꦿলেছিলেন, ‘ছবির জগতে সকলেই সহকর্মী হন, আর থিয়েটারের দুনিয়ায় বন্ধুরা থাকেন। স্কুলে ঘনিষ্ঠ বন্ধু (best friends) থাকেন, কিন্তু সিনেমার লোকজন সহকর্মী হন। আমার বন্ধু, মানে যাঁদের আমি বন্ধু বলতে পারি, তারা হলেন ওম পুরি সাহেব, নাসিরুদ্দিন শাহꦜ, জনি লিভার। এঁরাই আমার বন্ধু।’