১৫ অক্টোবর এবারের দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একাধিক পুজো কমিটি এতে অংশ নেন। অতিথি হিসেবে ছিলেন একাধিক টলিউড তারকা। এবার কার্নিভালকে কটাক্ষ করলেন ঋদ্ধি।
আরও পড়ুন: ঠাকুর দেখতে এসে লোকের বাড়ির বাগান, গেটের সামনে মলমূত্র ত্যাগ দর্শনার্থীদের! কোথায় ঘটল এমন ঘটনা?
কী ঘটেছে?
একে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে আছে রাজ্য। এখনও বিচার অধরা। তার মধ্যে এভাবে কার্নিভাল আয়োজন করায় অনেকেই বিষয়টা ভালো ভাবে দেখেননি। বিরোধিতা করেছেন। অন্যদিকে ডাক দেওয়া হয় দ্রোহের কার্নিভাল। যাতে সেটা আটকানো যায় মঙ্গলবার পুলিশ প্রশাসনের তরফে ১৬৩ ধারা ঘোষণা করার পাশাপাশি একাধিক জায়গায় গার্ডরেল বসানো হয়। কিন্তু কোর্টের নির্দেশে সেগুলো সমস্ত সরিয়েও দেওয়া হয়। ফলে অনেক নেটিজেনরাই মনে করেছেন এভাবে গার্ডরেল বসানো, জমায়েত নিষেধাজ্ঞা জারি করা আসলে ভয়ের লক্ষণ। সেটাই এদিন ঋদ্ধির পোস্টেও যেন আবারও দেখা গেল।
আরও পড়ুন: দ্রোহ বনাম পুজো কার্নিভাল! প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদের, কটাক্ষ নেটপাড়ার
ঋদ্ধি সেন এদিন তাঁর ফেসবুকের পাতায় দুর্গাপুজো কার্নিভালের বিরোধিতা করে একটি পোস্ট লেখেন। সেখানে তিনি লেখেন, 'স্পষ্ট দেখলাম, কার্নিভালের মঞ্চ থেকে বেরিয়ে এলো কুইন্টাল কুইন্টাল ভয়।'
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বজ্র আঁটুনি ফস্কা গেরো।গার্ড রেলের সেই কার্নিভালের শেষে দেখলাম দ্রোহের কার্নিভালে মানুষের আনন্দাশ্রু। মানব শৃঙ্খলে প্রতিবাদের গর্জন। অভূতপূর্ব। এই মানুষেরাই তো এখন শাসকের ভয়ের কারণ। দড়িতে তাঁরা হাত দিয়েছেন এখন শুধু টানের অপেক্ষা।' আরেকজন লেখেন, 'হাই কোর্টের থাপ্পড়টা আরো ভয় বাড়িয়ে দিয়েছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশী বাজাচ্ছিল।দ্রোহের কার্নিভাল রানী রাসমনি থেকে দামামা বাজিয়ে দিল।'