এক মঞ্চে রূপম ইসলাম এবং কুমার শানু! বাংলার দুই দিকপাল শিল্পীকে একসঙ্গে দেখে যারপরনাই খুশি নেটিজেনরা। তবে এক মঞ্চে এদিন তাঁদের পাশাপাশি দেখা গেলেও তাঁরা কিন্তু এদিন মোটেই একসঙ্গে গান গাননি।
আরও পড়ুন: দেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সা রে গা মা পা -এর বিজয়ীর খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
আরও পড়ুন: মঞ্চে শুয়ে পড়ে খুদে ভক্তকে আদর! আঙুল উঁচিয়ে অরিজিৎকে কী বলল কিশোর?
কী ঘটেছে?
বাংলার জাতীয় গর্ব মঞ্চে এদিন একসঙ্গে দেখা যায় রূপম ইসলাম এবং কুমার শানুকে। সেখানেই বাংলার রকস্টার তাঁর ব্যান্ড ফসিলসের 'আরও একবার চলো ফিরে যাই' গানটি গেয়ে শোনান। তাঁর পাশে তখন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন কুমার শানু। না তিনি গলা মেলাননি। বরং রূপমের গান শোনেন।
এদিনের এই অনুষ্ঠানে রূপম ইসলাম একটি নীল সাদা চেক শার্ট এবং জিন্স পরে এসেছিলেন। অন্যদিকে কুমার শানুর পরনে ছিল কালো পোশাক।
এদিনের এই অনুষ্ঠানে রূপমকে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও বেশ কিছুক্ষণ বাক্য বিনিময় করতে দেখা যায়। শুধু তাই নয়, কথা শেষে তাঁরা একে অন্যকে জড়িয়েও ধরেন।
প্রসঙ্গত এদিনের এই বাংলার জাতীয় গর্ব অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়, প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার কৃতি সন্তানদের এদিন সম্মানিত করা হয়।
আরও পড়ুন: মায়ের পাশে বসা এই খুদেই কিন্তু বর্তমানে টলিউড কাঁপাচ্ছেন, দেখুন তো চিনতে পারছেন নায়িকাকে?
রূপম এবং অরিজিতের কাজ
প্রসঙ্গত কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের এক ফ্যান পেজের তরফে অরিজিৎ এবং রূপমের একসঙ্গে কাজ আনার অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে তাঁরা তাঁদের এই যৌথ উদ্যোগের কথা জানিয়েছিলেন। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘দুই বছর হয়ে গিয়েছে এখনও কোনও গান আসেনি। যদিও বহুল প্রতীক্ষিত কোলাবোরেশন হবে এটি। ২০২৩ সালে এক ভিডিয়ো বার্তায় অরিজিৎ সিং ও রূপম ইসলাম ঘোষণা করেছিল তাঁদের নতুন কাজ শুরু করতে যাচ্ছে।’ এই ভিডিয়োর জবাবে এদিন রূপম ইসলাম লেখেন, 'দ্য অরিজিতিয়ান্স যে দাবি করেছেন, তা সংগত / সঙ্গত। তাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রথমত, যে গানটি অরিজিৎ রেকর্ড করবেন, তা খুঁজে বের করতে সময় লেগেছে। যেহেতু এটা ফিল্মের গান হচ্ছে না, তাই খুঁজে বের করবার দায়িত্ব আমি অরিজিৎকেই দিয়েছিলাম। তিনি আমায় তিন-চারটি পছন্দ জানান। আমি তার থেকে একটি বেছে নিই। এরপর দীর্ঘদিন অরিজিৎ কোনও গান রেকর্ড করেননি, তিনি কণ্ঠস্বরের বিশ্রামের জন্য ছুটি নিয়েছিলেন। এটা আনন্দের যে তিনি গলা আবার সারিয়ে নিয়ে কাজে যোগ দিয়েছেন, এবং একটার পর একটা কনসার্ট করতে শুরু করেছেন।'