বক্স অফিসে 'টাইগার থ্রি' হিট। এবার তাই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন সলমন খান। এবার সল্লুকে দেখা যাবে ‘দ্য বুল💜’ ছবিতে। আর এই ছবির প্রস্তুতিতে নিজের ভোল বদলে ফেললেন 'ভাইজান'। সলমনকে তাঁর এই নয়া লুকে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরাও।
৫ ফেব্রুয়ারি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে সলমনের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে কোনও ছবিতে তাঁকে বাবা সেলিম খানের সঙ্গে, আবার কোনওটিতে অন্য আরও অনেকের সঙ্গে দেখা যাচ্ছে। তবে ছবিগুলিতে সলমনের শারীরিক রূপান্তর বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। সল্লু যে এই বদলের জন্য এই মুহূর্তে কঠোর শা𓆏রীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেকথা বলার অবকাশ থাকে না। নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে সলমনের এই নয়া লুকের ছবি।
আরও পড়ুন-অন্যের বউকে তুলে এনে চুমু খেয়েছিলেন, তারপর থেকেই বেপাত্তা বাংℱলাদেশের নোবেল! আছেন কোথায়?
আরওജ পড়ুন-পরনে ধুতি, কপালে তিলক, নাকে দু♏ল, ডমরু হাতে নাচের সঙ্গে এবার গানও গাইলেন অক্ষয়, কেমন হল সেই গান?
আরও পড়ুন-অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে পর্নস্টারের তুলনা! গ্রেফতারꦺ হওয়ার আশঙ্🌠কায় 'বং গাই' কিরণ দত্ত