গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবি অ্যানিম্যাল। আর তারপর একদিকে যেমন এই ছবিকে নিয়ে চলে চরম ট্রোল, কটাক্ষ, নিন্দা তেমনই আরেকদিকে দাপিয়ে ব্যবসা করে রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল। কিছুদিন আগে এই ছবিটি চরম কটাক্ষ করেছিলেন জাভেদ আখতার। এবার সেটার উত্তর♔ দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। বললেন এই বর্ষীয়ান গীতিকারের উচিত আগে তাঁর ছেলে ফারহান আখতারের কাজ দেখা। তারপর অন্যকে সমালোচনা করা।
জাভেদ আখতারকে উত্তর দিলেন সন্দীপ রেড্ডি ভাঙা
সম্প্রতি সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। সেখানেই তিনিജ জাভেদ আখতার যে তাঁর ছবিকে কটাক্ষ করেছেন সেই বিষয়ে বলেন যে উনি ওঁর ছবিটাই দেখেননি। ছ🍸বিটা না দেখেই এমন মন্তব্য করেছেন।
আরও পড়ুন: 'আজ গানে কী জিদ না কারো পরিণীতি চুপ হো জা', সুরেলা সফরের শুরুতেই চরম ট্রোল্ড পরিণীতিཧ! কী হল হঠাৎ?
তিনি আরও বলেন জাভেদ আখতার যা বলেছেন তার থেকে এটা স্পষ্ট যে উনি মোটেই গোটা ছবিটা দেখেননি। সন্দীপের মতে যখন কেউ কারও কাজ না দেখে♓ই সমালোচনা করেন তখন সেটা দেখে খারাপ লাগে বইকি। কাউকে কটাক্ষ করার আগে নিজের চারপাশটা দেখা উচিত বলেও ꦿজানান তিনি।
এদিন সন্দীপ রেড্ডি ভাঙ🌺া সাফ সাফ তাঁকে জিজ্ঞেস করেন যে আজ তাঁর ছবিকে নিয়ে যে কথা বা প্রশ্নগুলো উঠছে সেগুলো তখন কেন ওঠেনি যখন ফারহান আখতার মির্জাপুর বানাচ্ছিলেন। জাভেদ আখতারের উদ্দেশ্যে তিনি এদিন প্রশ্ন ছুঁড়ে বলেন অন্যের কাজের খুঁত ধরার আগ🌜ে নিজের ছেলের কাজ কেন দেখছেন না? বিশেষ করে এই ছবিটির তেলুগু ভার্সন বসে দেখা যায় না বলেও তিনি জানান।
আরও পড়ুন: 'বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির GI পেল ভারত!', 'দেশেꦰর বঞ্চনায়' ক্ষুব্ধ তসলিমা
কী নিয়ে বিতর্ক? কী বলেছিলেন জাভেদ আখতার?
অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে জাভেদ আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন আজকাল যে ধরনের ছবি খ্যাতি পাচ্ছে, বক্স অফিসে চলছে সেটা সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে কোনও হিট ছবির কোনও দৃশ্যে যদি একজন মহিলাকে একজন পুরুষের জুতো চাটতে দেখানো হবে বা চড় মারতে দেখানো হয়। তবে এদিন তিনি তাঁর বক্তব্যে মোটেই অ্যানিম্যাল ছবির নাম উচ্চারণ করেন না। কিন্ꦡতু তাঁর উদ🃏্দেশ্যে যে এই ছবিতে তৃপ্তি দিমরির রণবীরের জুতো চাটার প্রসঙ্গ ছিল সেটা কারও বুঝতে বাকি ছিল না। অন্যদিকে শাহিদ কাপুর অভিনীত কবীর সিংয়েও অভিনেতাকে নায়িকাকে চড় মারতে দেখা গিয়েছিল।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা। অন্যান্য চরিত্রে অনিল কাপুর, ববি ♛দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ ছিলেন। সন্দীপ রেড্ডি ভাঙা এই ছবির পরিচালনা করেছিলেন।