ইণ্ডিয়ান আইডল ১৪ -তে এবার একাধিক বাংলার তথা বাঙালি প্রতি𝔍যোগী আছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শুভদীপ দাস। তিনি এর আগে বাংলার সুপার সিঙ্গার সিজন ৪ -এ নজর কেড়েছিলেন। এবার তিনি হিন্দির ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতাচ্ছেন। এদিন তিনি একটি গানের সঙ্গে সরগম গেয়ে রীতিমত তাক লাগিয়ে দেন।🍸
শুভদীপের ভাইরাল ভিডিয়ো
এদিন ইন্ডিয়ান আইডল ১৪ -এর একটি পর্বের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে বাংলার ছেলে শুভদীপকে গানের মাঝে সরগম গাইতে দেখা যাচ্ছে। তাঁর রেঞ্জ এতটাই বেশি ছিল যে সেটা দেখে মুগ্ধ হয়ে যান ꧅সকলে। অত হাইস্কেলে গাওয়া সত্বেও নিখুঁত ভাবে গেয়েছিলেন তিনি। তাঁর গান শুনে উঠে দাঁড়িয়ে পড়েন শ্রেয়া ঘোষাল। হাততালি দিতে শুরু করেন গ✨ায়িকা।
আরও পড়ুন: 'ভাত নেসেসিটি হতে পারে, ডাল কিন্তু লাক্সারি', শীতকালে 🤡কাশ্মীরে গিয়ে সৃজিতের হেঁয়ালি
আরও পড়ুন: টলিউডের সুপারস্টার, তবুও বিলাসবহুল গাড়ি ছেড়ে আজও ট্যাক্সি-অটো চড💦়েন দেব!
এদিন♔ এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'এতটা তো শ্রেয়া ঘোষাল নিজেও করতে পারবেন না। বিচারক হলেই সব পারা যায় না।' অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'দুর্দান্ত। অবশ্যই বাংলার রত্ন বলে কথা, এমনটা তো হতেই হবে।' আরেকটি ব্যক্তি লেখেন, 'ভারতে এত সুন্দর সুন্দর ট্যালেন্ট আছে, সেগুলো না খুঁজে না ব্যবহার করে পাকিস্তান থেকে গায়ক নিয়ে আসে কেন এঁরা কে জানে।' তৃতীয় ব্যক্তির মতে, ' একেবারে রেয়ার পিস। কী দারুণ গলা। এ যদি ইন্ডিয়ান আইডলের খেতাব না জেতে তো কে জিতবে?' আরও অনেকে দুর্দান্ত বলে𓄧 মন্তব্য করেন।
আরও পড়ুন: 'মুখে ৪ ইঞ্চির ওমেকআপ লাগিয়ে...' দাদাগিরির প্রশ্নে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে না পারায় পূজাকে তুলোধনা নেটপাড়ার
আরও পড়ুন: সারা দুনিয়া শুধু নয়, বিধু বিনোদ🌄 চোপড🍬়ার স্ত্রী ফিল্ম সমালোচক অনুপমাও বলেছিলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমা হলে ফেল করবে!
এই পোস্টে শুভদীপ দাস নিজেও কম𒅌েন্ট করেছেন। তাঁর গান শেয়ার করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয়ও ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা য𝔉ায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।