‘আমার মেয়েকে কে ফেরাবে?’ আরজি কর আবহে দেব-রুক্মিণী-সৃজিত-স্বস্তিকাদের পুজোর ছবি 'টেক্কা'র এমন একটা পোস্টার ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। সিনেমার প্ꦫরচারে আরজি করের আবেগকে কাজে লাগানো হচ্ছে, এমনই অভিযোগ তুলে খোঁচা দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও বিতর্ক দানা বাঁধার ঠিক পরপরই প্রযোজক-পরিচালকের তরফে 'টেক্কা'র বিতর্কিত পোস্টার বদলে ফেলা হয়।
শুরুতে টেক্কার বিতর্কিত পোস্টারে ছিল ‘আমার মেয়েকে🔜 কে ফেরাবে?’ পরে ফেল লেখা ছিল 'সময়!' সেই পোস্টার বদলে ফেলে করা হয় 'আমার অবন্তিকাকে কে ফেরাবে? 𝔉সময়!' অর্থাৎ পোস্টার থেকে ‘মেয়ে’ শব্দটি বদলে চরিত্রের নাম বসানো হয়। আর এবার এই পোস্টার বিতর্ক নিয়েই মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক দেব।
বিতর্কিত পোস্টার নিয়ে 'টেক্কা'র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই সময়কে বলেন, ‘এখানে মেয়ে বলতে আমরা স্বস্তিকার মেয়ের কথা বলেছি। গল্পের প্লটটাই তো ওর মেয়ে। কিন্তু আমরা খুূব সেনসেটিভ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো, আর তাই এই সময় দাঁড়িয়ে এই শব্দটা, বিশেষ করে মেয়ে শব্দটা কাউকে কাউকে হয়ত ট্রিগার করলেও করতে পারত। এটা যদি শুধু তিলোত্তমার বাবা-মাকেও ট্রিগার করত, সেটাই আমার মনে হয় যথেষ্ট কারণ সবকটা পোস্টার নামিয়ে নেওয়ার। আর কাউকে আঘাত করার প্রয়োজনও নেই। তো আমার আর দেবের সেটাই মনে হ🎉য়েছে, এটা যদি একটা মানুষকেও আঘাত করে, তাহলে অবশ্য বদলে ফেলা উচিত। আর এক্ষেত্রে মোমেন্ট মার্কেটিং করা সম্ভব নয়, কারণ ৬মাস আগে লেখা একটা গল্প, শ্যুটও🗹 হয়ে গিয়েছিল, তাই সবকিছু তৈরিই ছিল। আগে থেকেই সবকিছু তৈরিই ছিল। আর আমি মনে করি না যে মোমেন্ট মার্কেটিং-এর নৈতিকতা আছে।’
এবিষয়ে 'টেক্কা'র অভিনেতা, প্রযোজক দেব এই সময়কে বলেন, ‘দর্শকদের যদি মনে হয় যে এটা ভুল বা এটা হওয়া উচিত নয়, তো সেটাও 🌟আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে ১০০ জনও গুরুত্বপূর্ণ, আবার ওই ১০০ জনের মধ্যে যে বলছে এটা খারাপ, সেও গুরুত্বপূর্ণ। আর আমি ছবি বানিয়েছি কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, বা কারোর অভিশাপ নেওয়ার জন্য নয়। একটা শব্দ বদলে ফেললে আমারও তো কোনও অসুবিধা নেই। আমার ছবিটার বিশাল খামতি হয়ে যাবে, বা আমার মান সম্মান চলে যাবে সেটাও নয়। আর আমার কোনও ইগো নেই। যদি কারোর মনে হয়ে থাকে, যে এটা ভুল, তাহলে আমার চরিত্রকে ব্যবহার করতে পারি। তাই সৃজিতকে বললাম, মনে হয় এটা চেঞ্জ করা উচিত। তাই টিমকে বলেছিলাম এখনই প্রিন্টে পাঠাও রাতের মধ্যেই যেন বদলে যায়। তারপর আমার টিম সব পোস্টার লোক লাগিয়ে বদলে ফেলেছিল।’