শনিবার রাত, হঠাৎই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফেসবুকে বড় বড় করে লাল কালিতে লেখা পোস্ট 'গুরু 𝓡আসছে'। ক্যাপশানে লেখা ‘The top, the top, the top’। ব্যস ওই পর্যন্তই। এর থেকে বেশি💖 কিছুই বলেননি জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। তবে কথায় বলে 'আকলমান্দ্ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়…'।
হ্য়াঁ, ঠিকই বুঝেছেন নেটিজেনদের অনেকেই। ‘মহানায়ক’ উত্তম কুমারকে নিয়ে বানানো সৃজিতের ছবি ‘অতি উত্তম’ আসছে। উত্তমের ‘নায়ক’ ছবির ডায়ালগ ধার করে, কিছুটা হেঁয়ালি করে পরিচালক লেখেওন, ‘গুরু আসছে!!!’ তবে সৃজিত এই পোস্ট করা মাত্রই অনেকেই প্রশ্ন করেছে🐼ন ,‘কবে আসছে?’ কেউ লিখছেন, ‘অতি উত্তম সংবাদ’, কেউ আবার শুধুই লিখেছেন, ‘অতি উত্তম’। নাহ পরিচালক অবশ্য কোনও উত্তর দেননি। এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ফোন করা হলে ফোন বেজে যায়। বোঝাই গেল পরিচালক এখনই কিছু ফাঁস করতে চাইছেন না। অনুরাগীদের কৌতুহল বাড়িয়ে তোলাই তাঁর উদ্দেশ্য।
প্রসঙ্গত এর আগে গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিত পরিচালিত 'অতি উত্তম' ছবিটি। তবে নানান কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়। তার আগে অনেকই শুনেছিলেন সৃজ🍬িত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবিতে উত্তমের চরিত্রে অভিনয় করেছেন মহানায়ক নিজেই। আর একথা জানার পর থেকেই কৌতুহল বেড়ে যায়।
ছবির প্রিভিউ ভিডিয়োতে দেখে সকলেই বুঝতে পারেন এর পিছনে আসলে রয়েছে কারিকুরি। গত জুলাই মাসে ছবির প্রিভিউ ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। সেখানে ছবি সম্পর্কে এক ঝলক ধারণা পেয়েছিলেন দর্শকরা। জানা যায়, আসলে উত্তম কুমারের পুরনো নানান ছবি থেকে নানান ক্লিপ কেটে তাঁর চরিত্রটি বানিয়েছেন সৃজিত। আর এখানে উত্তম কুমারের নাতির চরি💯ত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায় নিজেই।
প্রিভিউতে দেখা গিয়েছিল, ছবির গল্প এগোবে গৌরব ও কৃষ্ণেন্দুকে নিয়ে। যেখানে কৃষ্ণেন্🍷দু কিনা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে গবেষণা করছেন। এদিকে এই দুই বন্ধু প্ল্যানচেট করে উত্তম কুমারের আত্মাকে নিয়ে আসেন। আর সেখানেই দেখা যায় উত্তম কুমারকে। কৃষ্ণেন্দুর জীবনে প্রেমঘটিত নানা💃ন সমস্যার সমাধান করবেন 'মহানায়ক' নিজেই।
প্রসঙ্গত, ছবিতে গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়কে দ🥃েখা যাবে। নিজের ছবি প্রসঙ্গে এর আগে 'অতি উত্তম' ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলা, ভারত তো বটেই, গোটা বিশ্বে মনে হয় এভাবে ছবি তৈরি হয়নি এর আগে। এই ছবির জন্য ৫৮ বার চিত্রনাট্য লিখতে হয়েছে আমাকে। ২০১৮ সাল থেকে এই ছবির জন্য কাজ করছি। উত্তম কুমারের ছবির নানান ক্লিপিংসের সত্ত্ব জোগাড় করতে অনেক ঘুরতে হয়েছে। ছায়াবাণী থেকে সত্ত্ব পেতে অসুবিধা হয়নি। তবে সেসময়ের অনেক প্রযোজনা সংস্থাই এখন আর কাজ করে না। তাই অনেক ঘুরতে হয়েছে।’