ভোটের আগে আপাতত 'খাদান'-এর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দেব। জোর কদমে চলছে 'খাদান' ছবির শ্যুটিং। আসানসোল, রাণীগঞ্জের কয়লা খনি এলাকার পর এবার দেবের দেখা মিলল পানাগড়ে। এবার ꦇপানাগড়ের রণডিহা ব্যারেজ এলাকায় শ্যুটিং করলেন দেব। সুপারস্টারকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
এদিন রাজ ভাদুড়ি নামে এক ব্যক্তির ফেসবুক পেজে উঠে এসেছে পানাগড়ের ব্💝যারেজ এলাকায় দেবের শ্য়ুটিংয়ের ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, দামোদরের চরে আগে থেকেই পৌঁছে গিয়েছিল 'খাদান'-এর শ্য়ুটিং ইউনিট। তারপর সাদা শীততাপ নিয়🌺ন্ত্রিত গাড়িতে চড়ে সেখানে পৌঁছলেন দেব। সুপারস্টার যে সেখানে পৌঁছবেন, এখবর আগে থেকেই ছিল। আর তাই প্রায় কয়েকশো মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। তবে শ্যুটিংয়ে যাতে কোনও সমস্যা না হয়, তাই আগে থেকেই নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছিল।
শেফালি বিশ্বাস নামে স্থ🎀ানীয় এক মহিলা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলেন, ‘কিছু লোকের কাছে শুনলাম, দেব এসেছেন, যিশু এসেছেন। তবে জা🍰নি না সঠিক যে কে কে এসেছেন। তবে দেবকে দেখেছি। তবে শ্যুটিং দেখতে পাইনি।’
এদিকে আবার দেব এসেছে খবর পেতেই পানাগড় ব্যারেজ এলাকায় পৌঁছে যান দেবের কুল ডাঙা ফ্যান ক্লাবের সদস্✅যরা। ক𒉰েউ কেউ আবার নদী টপকে এসে হাজির হন। তবে দেবও অনুরাগীদের নিরাশ করেননি। তাঁকেও গাড়ি থেকে নেমে স্থানীয়দের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাণীগঞ্জের খনি এলাকায় দেবের শ্যুটিংয়ের ভিডিয়ো ভ🐈াইরাল হয়। যেখানে খনি এলাকায় শ্যুটিং চলাকালীন ইউনিটের লোকজনকে হাত নেড়ে কিছু বোঝাতে দেখা গিয়েছিল দেবকে। আবার খনি এলাকায় বাইক চালাতেও দেখা যায় তাঁকে। এদিকে আবার যিশুকে দেবের বাইকের পিছনে উল্টো করে বসে খোল বাজাতে দেখা যায়। সাদা ধুতি আর গেঞ্জি পরেছিলেন যিশু। বাইকও চলল, আর যিশুও খোল বাজাতে থাকলেন।
এদিকে বুধবারই 'খ𝓀াদান'-এর নতুন পোস্টার সামনে এনে দেব জানিয়েছেন, তাঁরা ছবি𝓰র দ্বিতীয় দফার কাজ শেষ করে ফেলেছেন।