‘সুপারস্টার সিঙ্গার’-এর মঞ্চে বাংলাﷺর বাউল গান শুনিয়ে সকলকে মুগ্ধ করলেন বাংলার প্রাঞ্জল বিশ্বাস। ক্যাপ্টেন সলমন আলির টিমের সেই খুদে এত সুন্দর গান গায় যে একে একে বাজার বাজিয়ে তাঁকে পরের রাউন্ডে পৌঁছে দেয় অলকা ইয়াগনিক, হিমেশ রেশামিয়া আর জাভেদ আলি।
গানের জগতে꧒ প্রবেশের গল্পটাও বেশ মনমুগ্ধকর। একদিন হারিয়ে যাওয়া সাইকেল খুঁজতে খুঁজতে এক ফকির বাবার সাথে আলাপ হয় প্রাঞ্জলের। সেই ফকিরবাবাই ওর হাতে তুলে দেয় দোতারা। আর সেটাই এখন সবসময়ের সঙ্গী। জীবনদর্শনের এমন পাঠ সে পেয়েছে যে বড় হয়ে ‘ফকির’ হওয়ার স্বপ্নই দেখে এই ছেলেটি।
গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে ‘সুপারস্টার সিঙ্গারের সিজন ২’। শো-তে ১৫ বছরের নীচের প্রতিযোগীদের ঘষামাজা করে নেবেন ক্যাপ্টেনরা, অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ আর সলমন আলি। আরও পড়ুন: খুদে অরুণিতাকেဣ শোয়ে আনল পবনদীপ, প্রেম নিয়ে খোঁচা হিমেশের!