সকলেই জানেন প্যারিস অলিম্পিক্সের সাক্ষী থাকতে এবং বরকে উৎসাহ দিতে বর্তমানে প্যারিসে রয়েছেন তাপসী পান্নু। আর এবার সেখানেই🔥 তিনি তাঁর জন্মদিন উদযাপন করলেন। ১ অগস্ট ছিল তাপসী পান্নুর জন্মদিন। এদিন তিনি ৩৭🍃 বছরে পা দিলেন। এই বিশেষ দিনটি তিনি কীভাবে কাটালেন, নিজের কাছে কী প্রতিজ্ঞা করলেন সবটাই তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: দেখে বোঝা দায় যে তিনি ২ সন্তানের মা! লাল শিমারি শাড়িতে বোল্ড লুকে 🤡ভক্তদের ঘুম🥃 কাড়লেন শুভশ্রী
কী জানালেন তাপসী পান্নু?
এদিন ইনস্টাগ্রামে তাপসী পান্নু তাঁর জন্মদিনের একাধিক ছবি পোস্ট করেন। সেখানে🍌 দেখা যাচ্ছে মধ্যরাতে তাঁর জন্য গোলাপ এবং কেক এনেছিলেন তাঁর স্বামী ম্যাথিয়াস বো এবং বোন শাগুন পান্নু। কেবল মধ্যরাতে কেক🍰 কাটা নয়, জন্মদিনটার গোটাটাই তিনি নিজের মতো করে কাটালেন।
আরও পড়ুন: এমপি হয়েই স্কুল পরিদর্শনে দিদি নম্বর ওয়ান, ক্ꦕলাসরুমে ঢুকে ছাত্রদের পড়া ধরলেন 'দিদিমণি' রচনা
এদিন 𒅌তাঁকে শার্টের সঙ্গে শাড়ি পরে প্যারিসের রাস্তা দাপিয়ে বেড়াতে দেখা যায়। বিভিন্ন মজার পোজে ছবি তোলেন। বাদ দেননি নিজের পছন্দের কফি খেতেও।
এদিন এই ছবিগুলো পোস্ট করে তাপসী লেখেন, ' আজ সেই দিনটি যেদিন আমি নিজেকে 🌠মনে করাই যে স্পোর্টস আমাকে জীবনের কোন শিক্ষা দিয়েছে। লস যতই কষ্টদায়ক হোক না কেন, নিজেকে একত্রিত করে আবার উঠে দাঁড়াও। পরদিন আবার নিজেকে প্রমাণ করো। কারণ হারলে তুমি ফেল করো না। বরং হাল ছেড়ে দিলেই মা🅷নুষ হেরে যায়।'
তিনি এদিন আরও জানান 'এই বো🅷ধ নিয়েই এতদিন বেঁচেছি।🍌 আগামীতেও বাঁচব। নিজের উপর হাল ছাড়ছি না।'
প্রসঙ্গত তাপসী পান্নুকে আগামীতে ফির আয়ি হাসিন দিলরুবা এবং খেল খেল মে ছবিতে দেখা যাবে। আপাতত তিনি তাঁর♛ স্বামীকে সমর্থন করতে প্যারিসে গিয়েছেন। প্রসঙ্গত ম্যাথিয়াস বো অর্থাৎ তাপসীর স্বামী ভারতীয় মেন্স ব্যাডমিন্টনের ডাবলস টিমের কোচ।