একসঙ্গে ২৬ বছর কাটিয়েছিলেন। বন্ধু তথা চালক মনোজের মৃত্যু আজও মে💫নে নিতে পারেন না বরুণ ধাওয়ান। বিশেষ করে তিনি অভিনেতার কোলের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাঁকে। সেই স্মৃতি হাতড়ে এদিন কী জানালেন বেবি জಞনের নায়ক?
আরও পড়ুন: পাপারাৎজিদের ইভেন্টে মেয়ের ম🐼ুখ দেখালেন রণবীর-দীপিকা! কেমন দেখতে দুয়াকে?
আরও পড়ুন: বাবা-মা হলেন বলিউডের খ্যাতনামা গায়ক জুটি সচেতꦦ-পরম্পরা! ছেলে হল না মেয়ে?
কী জানালেন বরুণ ধাওয়ান?
সম্প্রতি বরুণ ধাওয়ান তাঁর চালকের মৃত্যু নিয়ে 🅺কথা বলেন। জানান সেই ব্যক্তি তাঁর সঙ্গে ২৬ বছর কাটিয়েছিলেন। আর সেই মৃত্যুই তাঁর জীবনকে দেখার ধরণটাই বদলে দিয়েছে। যে স্বপ্নের দুনিয়ায় তিনি এতদিন বাস করছিলেন তার থেকেও সেই ঘটনা তাঁকে টেনে বের বাস্তবের মাটিতে ফেলেছিল বলেও জানান।
আরও পড়ুন: ১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টপকে গেল আল্লু অর্জুনেꦦর ছবি! ভারতে কত আয় করল পুষ্পা ২?
রণবীর আল্লাহবাড়িয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান তিনি আগে গোটা জীবনকে আদর্শগত ভাবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি জীবনকে বুঝতে পেরেছেন। কিন্তু মনোজের মৃত্যু সেই ধারণা সম্পূর্ণ বদলে দেয়। এখন তাঁর জীবনকে ৩৫ বছরের আগে এবং পরে হিসেবে দুই ভাগে ভাঙা যেতে পারে। এখন তিনি তাঁর আবেগ♑কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। মনোজের মৃত্যুতে এও বুঝেছেন যে তিনি পর্দাতেই কেবল মানুষের জীবন বাঁচাতে পারেন হিরো হয়ে, বাস্তবে নয়।
💫বরুণ ধাওয়ান এদিন জানান তিনি CPR দেওয়ার চেষ্টা করেন, লীলাবতী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুই করা যায়নি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বরুণের গাড়ির চালক মনোজের। আর সেই মৃত্যুর আঘাত অভিনেতা আজও সামলে উঠতে পারেননি।
আরও পড়ুন: ১২ জনের জুরিতে নজর কাড়লেন পরম, ফের সৃজিতের টিজারে ধামাকা, সত্যি বলে সত্য🌳ি কিছু নেই রিমেক?
আরও পড়ুন: কমপিউটার সায়েন্সে PhD ছেড়ে অ্যাডাল্ট 🉐ওয়েবসাইটের মডেল হয়ে কোটিপতি! জানুন জারার কাহিনি
তাই মনোজের মৃত্যুর পর বর্তমানে বরুণ ধাওয়ান রামায়ণ, মহাভারত, ভগবৎ গীতা সহ একাধিক আধ্যাত্মিক বা ধার্মিক বই পড়ছেন। শাꦅন্তি খোঁজার চেষ্টা করছেন তাতেই। করোনায় আক্রান্ত হয়েছিলেন মনোজ তবে, তার থেকে সেরেও উঠেছিলেন। কিন্তু এরপর হার্ট অ্যাটাক হওয়ায় তাঁকে আরꦐ বাঁচানো যায়নি।