সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতায় উত্তাল গোটা দেশ, চলছে অবরোধ-বিক্ষোভ। এই আইনের বিরোধীতায় পথে নেমেছেন বলিউড তারকা থেকে দেশের নানান প্রান্তের বুদ্ধিজীবীরা। এই তালিকায় এবার যুক্ত হলেন কমেডিয়ান,গীতিকার বরুণ গ্রোভার। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন বরুণ। যেই ভিডিওতে ‘কাগজ নেহি দিখাঙ্গে’ (কাগজ দেখাবো না) শীর্ষক একটি কবিতা পাঠ করতে শোনা গেল বরুণ শর্মাকে। ভিডিওর ক্যাপশন হিসাবে বরুণ গ্রোভার লিখেছেন, 'প্রত্যেক আন্দোলনকারী এবং ভারতপ্রেমীর উদ্দেশ্যে এই কবিতা'। যে কেউ প্রচারের ক্ষেত্রে এই কবিতা বা স্লোগান ব্যবহার করতে পারে তাও নিজের পোস্টে উল্লেখ করেছেন বরুণ। ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’ এই কবিতার অনুপ্রেরণা হিসাবে জনপ্রিয় কবি রাহাত ইন্দোরি এবং বাংলা স্লোগানের উল্লেখ করেছেন বরুণ।বরুণের এই কবিতা নজর কেড়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। সীতারাম ইয়েচুরি থেকে শশী থরুর, টুইটারে জানিয়েছে সিএএ এবং এনআরসি বিরোধীদের কাছে এই কবিতা কোনও অ্যানথেমের থেকে কম হবে না। মাত্র ১২ ঘন্টারও কম সময়ে ২ লক্ষেরও বেশিবার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। বলিউডের পরিচিত নাম বরুণ। মসান, উড়তা পঞ্জাব, দম লাগাকে হাঁইসার মতো ছবির গীতিকার হিসাবে কাজ করেছেন বরুণ।