আলাপ যখন হয়েছিল তখন তাঁরা কিশোর-কিশোরী। তাঁদের প্রথম দেখা হয় একটা আন্তঃস্কুল প্রতিযোগিতায়, তারপর আর কোনও যোগাযোগ ছিল না। এর ঠিক ১০ বছর পর মার্কিন মুলুকে আবারও দেখা হয়েছিল এষা দেওল ও ভরত তখতানির। তখন থেকেই প্রেমের শুরু। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন হেমা কন্যা এষা ও ভরত। তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে। তবে তারপরেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারলে🍸ন না এষা-ভরত।
সম্প্রতি ভাইরাল হয়েছে ফিল্মফেয়ারকে❀ দেওয়া ভরত তখতানির পুরনো একটি সাক্ষাৎকার। যদিও বিয়ের পরপর সেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ভরত। সেখানে এষাকে অত্যন্ত 'পজেসিভ' প্রকৃতির🃏 বলে জানিয়েছিলেন ভরত। তাঁর কথায়, ‘আমিও পজেসিভ তবে ওর মতো অতটাও নয়। ও আমাকে অষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে।’ অর্থাৎ ভরতের কথায়, এষার তাঁর উপর অধিকার বোধ একটু বেশিই ছিল।
সাক্ষাৎকারে ভারত জানিয়েছিলেন, তাঁদের মাঝে মধ্যে মতবিরোধ হয়। এষার অভ্যাস তর্ক করতে থাকা। তবে ঝগড়ার পর এষাই আবার সবকিছু ঠিক করে নিতে সচেষ্ট হন বলে জানিয়েছিলেন ভরত। ভরতের কথায়, ‘যদিও তর্ক হয়, তবে আমিই সর্বদা তাতে প্রথম হই।’ তবু ভরত বলেছিলেন, তাঁদের স𓄧ম্পর্কে একটা সূক্ষ্ম বোঝাপড়া রয়েছে। ঝগড়ার পর তাঁরা নিজেরাই তা মিটিয়ে নিতে সচেষ্ট হন।
আরও পড়ুন-‘স্লিপড ডিস্কে আমি তখন বিছানায় শয্যাশায়ী’ বলছেন অর𝓡্জুন, দড়ি বেঁধে নোরাকে হিড় হไিড় করে টানছিলেন বিদ্যুৎ!