Christmas History In Kolkata: বড়দিন বা ক্রিসমাস মানেই গোটা বাঙালির কাছে এক বড় আবেগ। কেক খাওয়া থেকে চার্চে যাওয়া পর্যন্ত সবটা নিয়েই বাঙালির মধ্যে তুঙ্গে থাকে উন্মাদনা। কিন্তু এই উন্মাদনার জন্ম কীভাবে? বাংলা ও বাঙালির অন্যতম প্রাণকেন্দ্র কলকাতা। এই কলকাতায় কীভাবে শুরু হল ক্রিসমাস বা বড়দিন পালন। এই কাহিনি শুনতে হলে অবশ্য পিছিয়ে যেতে হবে প্রায় চার শতক আগে। তখনও দেশে শুরু হয়নি ইংরেজ শাসন। তখনও দেশ স্বাধীন করার প্রশ্নই ওঠে না। ভারতে তখনও মুঘল সাম্রাজ্য দাঁপিয়ে শাসন করছে। এই অবস্থায় জোব চার্নকের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল কলকাতায় প্রথম বড়দিন পালন।
আরও পড়ুন - ক্রিসমাসে সান্টার বেশে প্রতারক! বড়দিনের জালিয়াতি নিয়ে HT বাংলায় সাইবার বিশেষজ্ঞ
কলকাতা বলা খানিকটা ভুলই হবে। কারণ ১৬৬৮ সালে কলকাতা কোথায়! চারপাশে তো বনজঙ্গল। মাঝে একটি ছোট গ্রাম যার নাম সুতানুটি। জোব চার্নক ঘাঁটি গেড়েছিলেন হুগলিতে। হঠাৎই একদিন মুঘল সেনাবাহিনীর রোষে পড়তে হয়েছিলেন এই ইংরেজ নাবিককে। হুগলি ছেড়ে রাতারাতি পালান তিনি। লক্ষ্য ছিল সোজা ওড়িশার বালেশ্বরে যাওয়া। কিন্তু আন্দাজ ২৫ মাইল যেতে না যেতেই একটি বনজঙ্গলে ঢাকা গ্রামে পৌঁছালেন চার্নক। সুতানুটি নামক ওই গ্রামেই কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেন। ইতিমধ্যে বড়দিনের তারিখ এসে গিয়েছে। ক্রিসমাস পালন না করলেই নয়। তাই গ্রামের মধ্যেই অগত্যা ক্রিসমাস বা বড়দিন উদযাপন করলেন।
আরও পড়ুন - ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের প্রথম পৌষ মেলা, ভিন্ন আবেগের সাক্ষী হল HT বাংলা
জোব চার্নক পাকাপাকিভাবে কলকাতায় এসেছিলেন ১৬৯০ সালে। অর্থাৎ তাড়া খেয়ে পালিয়ে আসার প্রায় ২৫ বছর পরে। সেই সময় সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা মিলে তৈরি হল কলকাতা। ধীরে ধীরে কলকাতার বিভিন্ন এলাকায় ইংরেজদের বসবাস তৈরি হতে লাগল। একই সঙ্গে প্রায় প্রতি বছর ক্রিসমাস বা বড়দিন পালন করা একটি রীতি হয়ে দাঁড়াল। কলকাতার উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তে ক্রিসমাস পালন শুরু হয়ে গেল জোব চার্নক ও তাঁর পরবর্তীকালে আসা ইংরেজদের সূত্রে।
আরও পড়ুন - পুলিশি নিরাপত্তায় শুরু শান্তিনিকেতনের পৌষমেলা, কী কী ব্যবস্থা থাকছে এবার?
প্রসঙ্গত, দুর্গাপুজো সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ পড়ে। ক্রিসমাস পড়ে ২৫ ডিসেম্বর। তখনকার একাধিক নথি ঘাঁটলে দেখা যায়, দুর্গাপুজো শেষ হতে না হতেই শহর মেতে উঠত ক্রিসমাসের আয়োজনে। দু মাস আগে থেকেই শুরু হয়ে যেত আয়োজন। ইংরেজদের বাড়ি চুনকাম করানো থেকে মেরামত করা, ঘরবাড়ি সাজিয়ে ফেলা ইত্যাদি ক্রিসমাসের বেশ আগে থেকেই শুরু হয়ে যেত। বড