বাংলা নিউজ > টুকিটাকি > Christmas On 7th January: ব্যতিক্রমী ক্রিসমাস! ৭ জানুয়ারি বিশ্বের এই দেশগুলি পালন করে বড়দিন, কেন জানেন
পরবর্তী খবর
Christmas On 7th January: বড়দিন বা ক্রিসমাস বলতেই সারা বিশ্বের চোখে প্রথমেই ভেসে উঠবে ২৫ ডিসেম্বর তারিখটি। কিন্তু এই তারিখটিই ক্রিসমাসের একমাত্র তারিখ নয়। বিশ্বের বেশ কিছু দেশে ২৫ ডিসেম্বর ছাড়াও ক্রিসমাস পালন করা হয় ৭ জানুয়ারি। এর নেপথ্যে রয়꧅েছে তারিখ সংক্রান্ত একটি বিশেষ হিসেব। ওই দেশগুলি এই হিসেবটি মেনে চলে বলেই ২৫ ডিসেম্বরের বদলে ৭ জানুয়ারি পালিত হয় ক্রিসমাস।
আরও পড়ুন - প্রাণ বাঁচাতে লুকোন সুতানুটি গ্রামে! কলকাতায় বড়দিন উদযাপন শুর𒅌ু এই ইংরেজের হাতেই
কেন ৭ জানুয়ারি পালিত হয় ক্রিসমাস
বিশ্বের কিছু দেশ ৭ জানুয়ারি তারিখে বড়দিন (ক্রিসমাস) উদযাপন করে, এবং এর প্রধান কারণ হল তারা জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডারে বড়দিন ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়, যা গ্রেগোরীয় ক্যালেন্ডারের ২৫ ডিসেম্বরের সঙ্গে ১৩ দিন পার্থক্য সৃষ্টি করে। অধিকাংশ পশ্চিমা দেশ গ্রেগোরীয় ক্যালেন্ডার ব্যবহার করে, যার ফলে তারা ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন করে। তবে, যেসব দেশ এবং সম্প্রদায় জুলিয়ান ক্যালে🎉ন্ডার অনুসরণ করে, তারা ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করে।আরও পড়ুন - ক্র♐িসমাসে সান্টার বেশে প্রতারক! বড়দিনের জালিয়াতি নিয়ে HT বাংলায় সাইবার বিশেষজ𒀰্ঞ