সবসময় শরীর নিয়ে চিন্তা করাটাও সাধারণ ব্যাপার নয়। শরীরের এক বা একাধিক অংশ নিয়ে সবসময় চিন্তা আসা থাকা মানেই, আপনাকে সাবধা🤡ন হতে হবে। এটি একটি গুরুতর মানসিক রোগ।
অভিন🐻েত্রী ইলিয়ানা ডি'ক্রুজও একই সমস্যায় ভুগছেন। ফিটনেস নিয়ে সচেতন ইলিয়ানা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রোগ নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই সমস্যা কীভাবে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে, এদিন সে সম্পর্কেই গুরুতর কিছু বিষয় তুলে ধরেন ইলিয়ানা।
কী নাম এই রোগের
শরীরের এই অবস্থাকে বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার (বিডিডি)। এই সমস্যাটি আপনার জীবনে খুবই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার দৈনন্দিন রুটিনকেও চাপে ফেলতে পারে।বডি ডিসমরফিক ডিসঅর্ডার হল একটি জেনেটিক ডিসঅর্ডার, যেখানে একজন ব্যক্তি তাঁর শরীরের যে কোনও অংশ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। বিশেষজ্ঞদের মতে, এটি একটি মনস্তাত্ত্বিক অবস্থা, যেখানে একজন মানুষ নিজের শরীরে সবসময়ই ত্রুটি খুঁজে পান। শরীর যতই ভালো থাকুক না কেন, সবসময় নিজেদের মধ্যেই খুঁত খুঁজে বেড𝔍়ায় এই🤡 রোগে আক্রান্ত মানুষ।
বডি ডিসমরফিক ডিসঅর্ডারের লক্ষণ
- শরীরের কোনও অংশ নিয়ে অস্বস্তি বোধ করা: একজন ব্যক্তি তাঁর শরীরের কোনও না কোনও অংশ নিয়ে চিন্তিত থাকেন, যেমন তাঁর মুখ বা শরীরের আকৃতি খারাপ হয়ে যাচ্ছে, এটা ভাবেন।
- নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা: এই মানসিক রোগ আক্রান্ত মানুষ প্রায়শই তাঁর শারীরিক চেহারার সঙ্গে অন্যদের তুলনা করেন, যার ফলে রোগীর আত্মসম্মানও কমে যায়।
- নেতিবাচক চিন্তা: ক্রমাগত নেতিবাচক চিন্তা মাথায় আসে।
- মুখ ঢেকে রাখার অভ্যাস: বিডিডি আক্রান্ত মানুষ প্রায়ই নিজেকে লুকোনোর জন্য মুখ ঢেকে রাখার চেষ্টা করেন।
- একা থাকা: সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলটে চান রোগী। একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
- আয়নায় তাকাতেও চান না: মানুষ নিজের দিকে তাকাতেও ইতস্তত করে। এমনকি, আয়নায় তাকাতেও ভালো লাগে না।
আরও পড়ুন: (Kali ꦦPuja 2024 Theme: কালী আরাধনার ভয়াল পরিবেশ নৃত🌜্যনাট্য়ে! টালিগঞ্জের রসা শক্তি সেবকের থিমে বড় চমক)
শরীরের ডিসমরফিক ডিসঅর্ডারের কারণ
- জেনেটিক: এই রোগ পারিবারিক হলেও হতে পারে।
- মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা: মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যহীনতা মানসিক রোগের কারণ হতে পারে।
- মানসিক চাপ: কোনও কারণে মানসিক চাপও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে।
- সামাজিক চাপ: সমাজে সৌন্দর্যের দিকে মন দেওয়া মানুষ সামাজিক চাপে এই সমস্যায় পড়তে পারেন
- সোশ্যাল মিডিয়ার প্রভাব: সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে মানুষের সুন্দর সুন্দর ছবি দেখে, নিজে ইতস্তত বোধ করতে পারেন।