Optical Illusion Test: সারি সারি ৫৫ লেখা রয়েছে নিচের ছবিতে। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে সংখ্যা নয় এমন এক কোড। খোঁজার সময় মাত্র ৫ সেকেন্ড।
Ad
খুঁজতে হবে ৫ সেকেন্ডে, পেলেন?
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা একদিকে যেমন মজার খেলা, তেমনই অন্যদিকে এটি মাঝে মাঝে জব্দও করে দেয়। যেমন আজকের অপটিকাল ইলিউশন অনেকটা তেমন ধরনের খেলা উপরের ছবিতে ৫৫ সংখ্যাটি ইংরেজিতে বারবার লেখা রয়েছে। লেখা রয়েছে ꦍবেশ গুছি💮য়ে। কিন্তু এই ৫৫ সংখ্যার মধ্যে একটি সংখ্যা একটু আলাদা সেখানে ৫-এর বদলে অন্য কিছু রয়েছে। কী রয়েছে, সেটা খুঁজে বার করাই হল আজকের অপটিকাল ইলিউশনের চ্যালেঞ্জ। সময় মাত্র ৫ সেকেন্ড।
আইকিউ-এর পরীক্ষা
এই অপটিক্যাল ইলিউশন মূলত আইকিউ মাপতে ব্যবহার করা হয়ে থাকে। বলা হচ্ছে, যিনি ওই আলাদা জিনিসটি খুঁজে বার করতে পারবেন মাত্র ৫ সেকেন্ডে, তাঁর আইকিউ অনেকটাই বেশ🐟ি। অন্যদের তুলনায় তাঁর আইকিউ ২০-৩০ বেশি বলেই দাবি করা হচ্ছে।
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্൩ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পা🍨র্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজ🍒েই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ💞্য তাও কি෴ন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হ﷽ল কোথায় রয়েছে সেই আলাদা জিনিসটি। আলাদা জিনিসটি আদতে একটি s। ইংরেজিতে ৫ ও s প্রায় একই༺ রকম দেখতে। তাই অনেকেরই গুলিয়ে যায়। আবার একসঙ্গে থাকলে সহজে চোখে পড়ে না। যারা যারা খুঁজে পেলেন না, তাদের জন্য নিচে রইল উত্তরটি।