হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী হয়েও জোম্যাটো ডেলিভারির কাজ করেন মহিলা। শুধুমাত্র সন্তানের জন্যই। মায়ের মত কেউ নেই, আরও একবার প্রমাণ হয়ে গেল ভাইরাল ভিডিয়োতে। কথায় আছে, 'জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।' স্বর্গের চেয়েও উঁচু যিনি, তিনিই মা। হাজারও ঝঞ্ঝাট এড়িয়ে সন্তানকে আগলে রাখেন মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল🧜 হওয়া একটি।ভিডিয়োতে ♎এই কথাটিই পুরোপুরি মানিয়ে যায়।
যেমন এদিন, এক মহিলা রোদে তেতে পুড়ে খাবার ডেলিভারি দিয়ে বেরিয়ে ছিলেন। এমন সময় ছেলেকেও সঙ্গে নেন তিনি। জানা গিয়েছে, গুজরাটের রাজকোটের বাসিন্দা তিনি। ছোট সন্তানকে, চাকরির ডিউটির সময় একা না রেখে কাছে রাখারই সি♛দ্ধান্ত নিয়েছিলেন এই মা। কিন্তু, এই সিদ্ধান্তের কারণে অনেক চাকরির সুযোগও হারিয়েছেন। তারপরও নিজের জায়গা থেকে সরেননি। ডেলিভারি পার্টনার হিসেবে কাজ শুরু করেন অবশেষে।
আরও পড়ুন: (Self Care Tips: সকালে এই কয়েক মিনিট নিজের জন্ꩵয বার করুন, অনেক সমস্যার সমাধা෴ন হয়ে যাবে)
আদতে, অনেকটাই সংগ্রাম করে আজ একটু মাথা তুলে দাঁড়িয়েছেন এই মা। ইনফ্লুয়েনসার বিশালের সঙ্গে এক কথপোকথনে তিনি🌠 জানালেন, জীবনযুদ্ধে সেই সংগ্রামের গল্প। এদিন, বিশাল এই জোম্যাটো ডেলিভারি এজেন্টকে রাস্তায় বাচ্চার সঙ্গে বাইক চালাতে দেখতে পান। এমন পরিস্থিতিতে, তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। মহিলাটিই জানান, 𒁃হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী তিনি। বিয়ের পর আর চাকরি পাননি। কারণ কোনও চাকরিতেই, তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়নি।
এরপরেই জোম্যাটো ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। মহিলার কথা, আমারও একটি বাইক আছে, ত𝓰াহলে কেন আমি আমার সন্তানকে নিয়েই কাজে যেতে পারব না। যেমন ভাবা তেমন কাজ। ডেলিভারির চাকরির চ্যালেঞ্জ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মহিলার দাবি 'প্রত্যেক কাজই শুরুতে কঠিন।' তিনি আরও বলেন, ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করার শুরুতে আমিও সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তবে তাঁর দাবি, যদি আপনি কাজ করতে চান তবে কোনও কাজই🍸 খুব বড় বা ছোট নয়।
আরও পড়ুন: (Boost Brain Power: মানসিক শক্তি বাড়াতে চান? চান মন🌞োযোগ জোরদার করতে? এই ৪টি কাজ রোজ করুജন)