বাংলা নিউজ > ঘরে বাইরে > 422 Dead in US in 336 Mass Shooting: বন্দুকবাজের হামলা গা সওয়া আমেরিকার, ২০২৪'র ৬ মাসে ৩০০ পার মাস শুটিংয়ে মৃত প্রায় ৪০০
পরবর্তী খবর
চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গুলি চালিয়ে ৮ জনকে খুন করেছিল এক বন্দুকবাজ। এবছর মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডবের অন্যতম প্রথম বড় ঘটনা ছিল সেটি। তবে সেই শুরু বা শেষ নয়। গুলির আওয়াজ আমেরিকার কাছে যেন গা সাওয়া হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই সেই দেশের তিনশতাধিক বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। আর আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী তথা সেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপরই হামলা হল ভরা জনসভায়। সেই ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বন্দুকবাজকেও খতম করা হয়েছে। তবে এই ঘটনা যেন মার্কিন 'গান কালচারের' একটি উদাহরণ মাত্র। (দেখুন ভিডিয়ো: ট্রাম্পকে খুনের চেষ্টা ভরা জনসভায়, প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে চলল গুলি)