ওয়াকফ বিলের যৌথ সংসদীয় কমিটি থেকে সাসপেন্ড করে দেওয়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকের সময় কাচের জলের বোতল ভেঙে তা চেয়ারম্যানের দিকে ছোড়ার জন্য তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের প্রতি তিনি যে ভাষাপ্রয়োগ করেছেন, তা নিয়েও আপত্তি জানানো হয় বলে সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু কল্যাণ নন, অসাংবিধানিক শব্দপ্রয়োগ করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। দু'জনেই গালিগালাজ করেছেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
রক্তারক্তি কাণ্ড সংসদে
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যৌথ সংসদীয় কমিটির বৈঠকের সময় তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন কল্যাণ। রাগের মাথায় কাচের জলের বোতল ভেঙে ফেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর সেটি কমিটির চেয়ারম্যান তথা বিজেপির জগদম্বিকার দিকে ছুড়ে দেন। সেইসময় কল্যাণের হাতেই চোট লেগে যায়। ডানহাতের বুড়ো আঙুল এবং কড়ে আঙুলে চোট লেগেছে। তার জেরে প্রাথমিক শুশ্রূষা করা হয়েছে।
বিজেপির এক সদস্য জানিয়েছেন, মঙ্গলবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রথম কথা বলেন কল্যাণই। অন্যের কথা বলার সময়ও কয়েকবার তাঁকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেন কমিটির চেয়ারম্যান। কিন্তু তিনি যখন আরও একবার কথা বলতে চান, তখন অভিজিতের সঙ্গে কল্যাণের সংঘাত শুরু হয়ে যায়। কল্যাণ যে বারবার বাধা দিচ্ছিলেন, তা নিয়ে আপত্তি জানান অভিজিৎ।
আরও পড়ুন: Aniket vs Asfakulla: ‘বলতে দিলে তো বলব’- আসলে মমতার উদ্দেশ্যে সেটা বলেননি অনিকেত! নিশানায় ডাক্তারই?
কল্যাণের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন বিজেপি সাংসদের
সেই পরিস্থিতিতে কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবহার করা ভাষা, কাচের জলের বোতল ভেঙে দেওয়া এবং তা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে ছোড়ার জন্য কল্যাণের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব পেশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ৯-৮ ভোটে সেই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। ফলে একদিনের জন্য ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি থেকে কল্যাণকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
কোনও মন্তব্য করেননি কল্যাণ
যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি কল্যাণ। তাঁকে শুধু ধরে-ধরে হায়দরাবাদের এআইএমআইএমের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি নিয়ে যান। সূত্র উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের হাতে চারটি সেলাই পড়েছে।