পহেলগাঁও জঙ্গিহানার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর’ স্ট্রাইক চালিয়েছে ভারত। আর জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে ইসলামাবাদ। সেই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ কয়েকটি জায়গা উল্লেখ করে সেখানে একেবারেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও মার্কিন নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয় বার বিবেচনা করতে বলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। (আরও পড়ুন: 'অভি পিকচার বাকি হ্যা', বড় ইঙ্গিত ভারতের প্রাক্তন সেনাপ্রধানের)
আরও পড়ুন-পহেলগাঁও হামলার বদলা! 'অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে বিশেষ অস্ত্র ব্যবহার ভারতের
'অপারেশন সিঁদুর’-র পর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজারি
পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস ইসলামাবাদের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিবৃতিটি জারি করেছে। বিশেষ করে যে জায়গাগুলিতে যেতে নাগরিকদের নিষেধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি), বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে এই জায়গাগুলি একেবারেই নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রশাসনের বিবৃতিতে। (আরও পড়ুন: পহেলগাঁওয়ের পর 'ঘুমাচ্ছিল', আর অপারেশন সিঁদুরের পরপরই মুখ খুলল 'সজাগ' বাংলাদেশ)
বিবৃতিতে বলা হয়েছে, 'এই মুহূর্তে পাকিস্তানের কিছু এলাকা অত্যন্ত বিপজ্জনক এবং সেগুলি এড়িয়ে চলা উচিত। যদি নিরাপদ হয়, তাহলে সংঘাত/সামরিক কার্যকলাপের এলাকা ত্যাগ করুন। এছাড়া আপনি নড়াচড়া ঘরের ভেতরে থাকুন কিংবা নিরাপদ জায়গায় আশ্রয় নিন।সতর্ক থাকুন, আপনার পরিচয়পত্র সঙ্গে রাখুন। পাশাপাশি সতর্কবার্তায় বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো জায়গায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।