উত্তরাখণ্ডের একটি খাল থেকে উদ্ধার হয়েছিল ১৯ বছর বয়সী রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারির নিথর দেহ। তিনি ঋষিকেশের একটি রিসর্টে কাজ করতেন। এই ঘটনায় এক বহিষ্꧟কৃত বিজেপি নেতার ছেলে সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এবার গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অঙ্কিতার মা।
সোমবার অঙ্কিতার মা জানিয়েছেন, আমার মেয়ের খুনিদের ফাঁসিতে ঝোলাဣনো হোক। যদি সেটা সম্ভব না হয় আইন মোতাবেক তবে বাড়ির সামনে যেন তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়।
এর সঙ্গেই তাঁর অভিযোগ, আমাকে না জানিয়েই মেয়ের শেষকৃত্য হয়ে গেল। তার দেহ দাহ করার ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। প্রশাসন জোর করে এসব করছে।
এদিকে রবিবারই অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মেয়ের খুনীদের কঠোরতম শাস্তি চাইছেন অঙ্কিতার মা। অঙ্কি🅘তা পরিবারের সদস্যরা ইতিমধ্যেই মুখ্য়মন্ত্রীর কাছে স্মারকলিপি প🦋াঠিয়েছেন।
তাঁদের দাবি পুলকিত আর্য ও অপর দুই অভিযুক্তকে ফাঁসিতে ঝোলাতে হবে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর🅷্যন্ত পুলকিত ও তার ভাইকে হেফাজতে রাখার ব্যাপারেও দাবি করা হয়েছে।
পাশাপাশি অঙ্কিতার পরিবারের দাবি, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অঙ্কিতার নামে রাস্তার নামকরণ করতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে অঙ্কিতার নামে পুরস্কার দিতে হবে। যেখানে রিসর্টটি রয়েছে সেখানে একটি সরকারি কলেজ ও মেমোরিয়াল🎉 অঙ্কিতার নামে গড়তে হবে।
ডিজিপি উত্তরাখণ্ড অশোক কুমার জানিয়েছেন, সিট এলাকায় তদন্তে যাবে। খুনের পেছনে আসল সত্যকে খুঁজে বের করতেꦕই হবে। দুটি বিষয় দেখা হচছে। ওই রিসর্টটাই কি বেআইনী ছিল? নাকি রিসর্টে বেআইনী কাজ হত?