জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিহত হয়েছেন ২৬ জন। এছাড়াও, আহত হয়েছেন বহু নিরীহ পর্যটক ও স্থানীয় মানুষ। এই হামলার পরেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। মঙ্গলবারের ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। বুধবার জম্মু ও কাশ্মীর সরকার হানায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে। এছাড়াও, আহতদের দু'লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছে সরকার। তারইমধ্যে আজ বৈসরণে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন: আজ রাত সাড়ে আটটায় কলকাতায় ফিরবে বাংলার তিন বাসিন্দার নিথর দেহ! জানালেন মমতা
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই ঘোষণা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করে লিখেছেন, ‘গতকাল পহেলগাঁওয়ে ঘৃণ্য সন্ত্রাসী হামলায় আমরা গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। নিরীহ মানুষদের ওপর এই বর্বর ও অর্থহীন হামলার কোনও স্থান আমাদের সমাজে নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। মূল্যবান প্রাণহানির জন্য আমরা শোক প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘প্রিয়জনদের মৃত্যু কোনও অর্থই দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে তাঁদের পাশে থাকার জন্য জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করছে।’ তিনি আরও জানান, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। নিহতদের মরদেহ মর্যাদাপূর্ণভাবে যাতে তাঁদের বাড়িতে ফেরানো যায়, তার জন্য সকল ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না। তাঁদের সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।