Updated: 30 Mar 2020, 05:58 PM IST
HT Bangla Correspondent
লকডাউনের জেরে বিপাকে পড়া মানুষের স্বার্থে এগিয়ে এ... more
লকডাউনের জেরে বিপাকে পড়া মানুষের স্বার্থে এগিয়ে এল বিএসএনএল। কুড়ি এপ্রিল অবধি কোনও আউটগোয়িং কল বন্ধ করা হবে না প্রিপেড কানেকশনের জন্য। একই সঙ্গে সমস্ত বিএসএনএল ফোনে দশ টাকার টপআপ ভরে দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে দরিদ্র মানুষ তাঁদের প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারে। সোমবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ। এদিন সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিএসএনএল প্রধানদের সঙ্গে বৈঠক করেন রবিশংকর প্রসাদ। সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল। পোস্টঅফিসের কাজের ভূয়সী প্রশংসা করেন প্রসাদ। প্রসঙ্গত ১৪ এপ্রিল অবধি করোনাভাইরাস যাতে দেশে না ছড়িয়ে যায়, তার জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।