ধীরে ধীরে করোনা নিয়ে দেশে স্বস্তি ফেরার ইঙ্গিত মিলছে। এদিন আরও কমল দৈনিক সংক্রমণ। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমেছে অনেকটা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯। ৮১ দিন পর ৬০ হাজারের ন🧜িচে নামল দৈনিক সংক্রণ। একদিনে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনে🐷র।
গতকাল দেশে করোনায় দৈনিক আক্রান্ত হয়েছিলেন ৬০ হাজার ৭৫৩ জন। সেখান থেকে এদিন সংক্রমণ কমেছে অনেকটাই। এদিকে শনিবার মৃত্যু হয়েছিল ১ হাজার ৬৪৭ জনের। সেই সংখ্যাও ক✨মেছে এদিন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন।
এদিকে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেনꦰ ২ হাজার ৪৮৬ জন। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। বর্তমানে রাজ্যে সꦺক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩।