সার্চ, অ্যাসিট্যান্ট ও ম্যাপস অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে এবার নিকটবর্তী Covid-19 টেস্টিং সেন্টার সম্পর্কে তথ্য জানাবে গুগল। এই নতুন ফিচার আপাতত ৯টি ভাষায় উপলব্ধ। এগুলি হল, ইং🌟রেজি, হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, মালায়লম, কন্নড়, মরাঠি এবং গুজরাতি। ব্যহারকারীদের অনুমোদিত Covid-19 টেস্টিং ল্যাব সম্পর্কে আপ-টু-ডেট তথ্য🐻 দেওয়ার জন্য গুগল ICMR ও MyGov-এর সঙ্গে হাত মিলিয়েছে।
আপাতত ৩০০ শহরে অবস্থিত ৭০০টি টেস্টিং ল্যাবের তথ্য পাওয়া যাবে গুগল সার্চ, অ্যাসিট্যান্ট ও ম্🧸যাপস-এ। দেশজুড়ে আরও যে সমস্ত ল্যাব রয়েছে, সেগুলিও এতে যুꦬক্ত করার জন্য কাজ চলেছে।
আগে প্রকাশিত একটি ফিচারের মাধ্যমে গুগল তার ব্যবহারকারীদের Covid-19 পরীক্ষার যোগ্যতা নির্ধꦏারণে সাহায্য করেছিল। এমনকি ল্যাবে যাওয়ার আগেꩵ যে যে গাইডলাইন মানা উচিত, ব্যবহারকারীদের তা-ও জানানো হয়েছিল গুগল-এর তরফে।
গুগল 🐼সার্চ, অ্যাসিট্যান্ট ও ম্যাপস-এর মাধ্যমে কী ভাবে Covid-19 টেস্টিং সেন্টার খুঁজে পাবেন, তা জানুন এখানে—
- গুগল সার্চ বা গুগল অ্যাসিট্যান্ট-এর সাহায্যে Covid-19 সংক্রান্ত কি ওয়ার্ড, যেমন ‘করোনাভাইরাস টেস্টিং’ দিয়ে সার্চ করুন।
- রেজাল্ট পেজ-এ আপনি একটি ‘টেস্টিং’ ট্যাব দেখতে পাবেন।
- এর মধ্যে নিকটবর্তী টেস্টিং ল্যাবের তালিকা পাবেন। এতে এক এক করে ট্যাপ করলে সমস্ত তথ্য জানা যাবে।
- Covid-19 টেস্টিং সেন্টারের পরিষেবা নেওয়ার জন্য জরুরি তথ্য ও পরামর্শ সম্পর্কেও তথ্য দেওয়া থাকবে ‘টেস্টিং’ ট্যাবে।
- রেজাল্ট পেজ-এ হেল্থ ‘ইনফো’, ‘নিউজ’, ‘স্ট্যাটিস্টিক্স’-সহ অন্যান্য ট্যাবও থাকবে।
এর পাশাপাশি সম্প্রতি গুগল তার ম্যাপস-এ যুক্ত আ🍷রও নতুন ফিচারের কথা জানিয়েছে। এই ফিচারের সাহায্যে, Covid-19 সংক্রা𝄹ন্ত যাতায়াতের বিধিনিষেধ ও সেই অনুযায়ী যাত্রা পরিকল্পনা সম্পর্কেও ব্যবহারকারীকে তথ্য জানিয়ে থাকবে ম্যাপস। ফিচারে থাকবে ট্রানজিট অ্যালার্ট, মেডিক্যাল ফেসিলিটি অ্যালার্ট-সহ আরও অনেক কিছু।
এই ফিচারের জন্য সংস্থা স্থানীয়, রাজ্য ও যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। গুগল বিশ্বব্য🎃াপী অন্যান্য এজেন্সির সঙ্গেಌও কাজ করছে, যাতে আরও উন্নত ফিচার যুক্ত করা যায়। একাধিক দেশে এই ফিচার সহজলভ্য করে তোলার ক্ষেত্রেও কাজ চালু রেখেছে গুগল।