বড়দিনে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা বিশ্ব। এই উৎসব নির্দিষ্ট কোনও ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ধর্মের মানুষই তাতে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু, সেই বড়দিনেই একটি অপ্রীতিকর ঘটনা সামনে এল। সান্তার পোশাক পড়ে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপাকে পড়লেন জোম্যাটোর এক ডেলিভারি বয়। প্রকাশ্য রাস্তায় তাকে সান্তার পোষাক খুলতে𒆙 বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাঁকে সান্তার পোশাক খুলতে বাধ্য করে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই তীব্র সমালোচনা ঝড় উঠেছে।
আরও পড়ুন: মাত্র ২০ টাকা আ🐠য় করতে এত পরিশ্রম করেন Zomato ডেলিভার বয়! ভিডিয়ো ভাইরাল
সাধারণত, বড়দিনꦗে সারা 🌼দেশে জোম্যাটোর ডেলিভারি বয়রা সান্তা ক্লজের সাজে সজ্জিত হয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করে থাকে। সেরকমই ইন্দোরেও জোম্যাটোর ডেলিভারি বয়রা এই পোশাক পড়ে খাবার সরবরাহ করছিলেন। তখনই সান্তার পোশাক পড়া এক ডেলিভারি বয়কে চেপে ধরে হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য। সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিয়ো ফুটেজে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গিয়েছে।
ভিডিয়োতে জোম্যাটোর রাইডারকে সদস্যরা জিজ্ঞেস করেন যে তিনি কেন এই ধরনের পোশাক পরেছেন। তখন ডেলিভারি বয় দাবি করেন, তার কোম্পানি কিছু নির্দিষ্ট ডেলিভারি এজেন্টকে সান্তা ক্লজের পোশাক দিয়েছে। তখন ভিডিয়ো রেকর্ড ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন, জোম্যাটো কেন তাদের হিন্দু উৎসবের সময় পোশাক দিয়ে সাজতে বলে না। কেন আপনি হিন্দু উৎসবের সময় ভগবান রামের পোশাক বা গেরুয🐎়া পোশাক পরেন না? তা🍷 জিজ্ঞেস করতে শোনা যায় ওই ব্যক্তিকে। ডেলিভারি বয় যখন নিজের অজ্ঞতার কথা জানান তখন তাঁর পুরো নাম জানতে চান হিন্দু জাগরণ মঞ্চের ওই সদস্য। ডেলিভারি বয় তাঁর নাম অর্জুন জানালে ওই সদস্য তাঁকে বলেন, ‘অর্জুন ভাই আমরা হিন্দু। আপনি তার সান্তা পোশাক দিয়ে কি বার্তা পাঠাতে চাইছেন? টুপি খুলে নিন।’ সেইমতো টুপি খুলে নেন অর্জুন।
এরপর তাঁর পোশাকও খুলতে বলা হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। যদিও ডেলিভারি অনুরোধ করেন, পোশাক খোলা হলে তাঁর আইডি ব্লক করা হবে। কিন্তু, সেই অনুরোধ শুনতে চাননি সদস্যরা। শেষে বাধ্য হয়েই সান্তা পোশাক খুলে ফেলেন ডেলিভারি বয়।যে সদস্য পোশাক খুলতে বাধ্য করেন তাকে বলতে শোনা যায়, ‘এরা সেই ধরণের লোক যারা হিন্দু উৎসব উদযাপন করবেন না বরং খ্রিস্টান ও ইসলামি উৎসব উদযাপন করেন।’ ঘটনার ফুটেজ এক্স হꦑ্যান্ডেলে ভাইরাল হয়েছে। এদিকে, জোম্যাটো ডেলিভারি বয়ের পক্ষে কোনও বিবৃতি না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে।