পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে 'পিডিপি নেত্রী বলেন, আমি বুঝতে পারছি না এই যে পরিস্থিতি তার মধ্য়ে বাচ্চাদের কী দোষ! এই ক্রশফায়ারে তারা ফেঁসে যাচ্ছে। …কার্গিল, পাঠানকোট, পুলওয়ামা অথবা পহেলগাঁও মিলিটারি অ্য়াকশন উপসর্গকে নিরাময় করে কিন্তু রোগের যে আসল কারণ সেখানে পৌঁছয় না। এটা সমাধান করে না, শান্তি আনে না। আমাদের দেশ গোটা পৃথিবীতে বড় একটা ফোর্স হিসাবে উঠে আসছে। উভয় দেশেরই উচিত রাজনৈতিক হস্তক্ষেপ,সামরিক হস্তক্ষেপে কিছু হবে না। পুলওয়ামার পরে বালাকোট হল তাকে কী হল? আজ পহেলগাঁও হল তারপরে যা হল .. পুলওয়ামার পরে বালাকোট এয়ারস্ট্রাইকের মাধ্য়মে আমরা কী পেয়েছি? আমি উভয় দেশের নেতৃত্বকে অনুরোধ করছি দয়া করে এই হামলা থামান…আমাদের বাচ্চারা রয়েছে। তাদের এখন খেলার সময়। আর কতদিন জম্মু কাশ্মীরের মানুষ, বিশেষত বর্ডার এলাকার মানুষরা এর ফল ভোগ করবেন? কতদিন চলবে? কত কোল আর খালি হবে? তারা ওই বড় স্ট্রাইকটা করার পরে তাদের উদ্দেশ্য সফল হয়েছে। একইভাবে পাকিস্তান দাবি করছে যে তারা আমাদের ৫ যুদ্ধ বিমানকে নামিয়ে দিয়েছে, পুঞ্চে আমাদের ব্রিগেড হেড কোয়ার্টারকে ধ্বংস করে দিয়েছে। তার মানে উভয়ই তাদের হিসেব বুঝে নিচ্ছে। কিন্তু আমাদের বাচ্চাদের কী দোষ! কেন আমাদের লোকজন রক্তাক্ত হচ্ছেন? আমি পাকিস্তানের নেতৃত্বের কাছে আবেদন করছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছি যিনি বলেছিলেন যুদ্ধের সময় শেষ হয়ে গিয়েছে, ইউক্রেনের সময় বলেছিলেন। রাজনৈতিক যদি উভয় প্রধানমন্ত্রী শুধু ফোনটা তুলে কথা বলে নিন আর সমস্যাটা দূর করুন, আপনাদের যা করার সেটা করেছেন, আমাদের যা করার সেটা করা হয়েছে। কিন্তু জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ মারা যাচ্ছেন…'বলেন মেহেবুবা মুফতি।
এদিকে এসবের মধ্য়ে ভারতের উপর হামলা চালাতে পাকিস্তানের নানা ষড়যন্ত্র বার বার ব্যর্থ করে দিচ্ছে ভারতীয় সেনা, বিএসএফ সহ একাধিক নিরাপত্তা এজেন্সি।
জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমানা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশের বড় চেষ্টা হচ্ছিল বলে খবর। তবে সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। ৮ মে রাত ১১টা নাগাদ একদল পাকিস্তানি ভারতের প্রবেশ করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে বিএসএফ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিএসএফ জম্মু জানায় অনুপ্রেশ আটকানো হয়েছে। অনুপ্রবেশকাীদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালিয়েছিল।