ইজরায়েলের🌸 প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাসের সঙ্গে 'শেষ মুহূর্তের সংকট' তেল আবিবের দীর্ঘ প্রতীক𓆏্ষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে বিলম্ব করেছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাস পিছু হঠা না যাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, গাজায় যুদ্ধ থামানো এবংপণবন🌞্দিদের মুক্তি দ🦄িতে তার মন্ত্রিসভা বৈঠকে বসবে না। ইজরায়েলের অভিযোগ, আরও সংশোধনী আনার জন্য জঙ্গি গোষ্ঠীটি চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে।
হামাসের পদস্থ 𒁏কর্মকর্তা ইজ্জত আল-রাশক বলেন, মধ্যস❀্থতাকারীদের ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি তার দল প্রতিশ্রুতিবদ্ধ।
গাজায় বন্দি পণবন্দিদের মুক্তি এবং মধ্যপ্রাচ্যে ১৫ মাসের যুদ্ধ বিরতির লক্ষ্যে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিলে মধ্যস༺্থতাকারী কাতার এই চুক্তির ঘোষণা করেছিলেন।
এর🌠 আগে নেতানিয়াহুর কার্যালয় হামাসের বিরুদ্ধে পূর্ববর্তী সমঝোতা থেকে পিছু হঠার অভিযোগ করেছিল যে পণবন্দিদের বিনিময়ে খুনের আসামিদের কারাগা💮র থেকে মুক্তি দেওয়ার বিষয়ে ইজরায়েলকে ভেটো দেওয়া হবে।
তবে হামাসের পদস্থ নেতা সামি আবু জুহরি ইজরায়েলের পিছু হঠার অভিযোগ অ♊স্বীকার করে বলেছেন, এর কোনো ভিত্তি নেই।
আবু জুহরি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'যুদ্ধবিরতি চুক্তির শর্ত থেকে সরে এসেছে বলে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি💝 করেছেন তার কোনো ভিত♉্তি নেই।
উল♓্লেখযোগ্যভাবে, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কয়েক ঘন্টা পরে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন যে চু🐎ক্তি সম্পূর্ণ হয়নি, যোগ করে যে ‘চূড়ান্ত বিবরণ’ এখনও কাজ করা হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী আরও প্রকাশ করেছেন যে গাজায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি রবিবার থেকে শুরু হবে এবং যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩৩ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয⛦়া হবে।
ইজরায়েল-হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তির তিনটি ধাপ কী কী?
চুক্তিত🌳ে বলা হয়েছে, ইজরা🦩য়েলি বাহিনীও অনেক এলাকা থেকে সরে যাবে এবং বহু প্যালেস্তানীয় তাদের বাড়িতে ফিরে যেতে পারবেন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের দেওয়া মানবিক সহায়তাও বাড়বে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে গাজা উপত্যকায় ই♏জরায়েলি হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে।