ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ। ৯ জুন রবিবার সন্ধ্যায় ফের একবার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের তরফে এদিনই জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার ৯ জুন⭕ সন্ধ্যা ৭.১৫ মিনিটে হবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান। সেদিন শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। এদিকে, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বহু রাষ্ট্রনেতাই সেদিন আমন্ত্রিত থাকছেন সমারোহে। তবে এই সমারোহে আরও বেশি নজর কাড়তে চলেছে, আরও কিছু আমন্ত্রিত ব্যক্তিদের তালিকা। রিপোর্ট দাবি করছে, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সাফাই🐼 কর্মী থেকে সেন্ট্রা ভিস্তা নির্মাণের শ্রমিকরাও থাকছেন আমন্ত্রিত হিসাবে।
তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন একাধিক তাবড় রাষ্ট্রনেতা। ‘প্রতিবেশী প্রথম’ নীতি ধরে বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মরিশাস, সেশেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই সমারোহে। এঁদের মধ্যে চমকপ্রদভাবে নজর কাড়ছে মলদ্বীপ। যে মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক মাস🍸ে তলানিতে সেখানে মইজজুকে আমন্ত্রণ একটি বিশেষ দিক। তবে নজর কাড়ছে আমন্ত্রিতের তালিকায় আরও একটি দিক। তা হল, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, আমন্ত্রিত থাকছেন সাফাইকর্মী, রূপান্তরকামী, শ্রমিক সহ সমাদের বহু ক্ষেত্রের ব্যক্তিত্বরা। বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত রেলওয়ে কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীরা, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত থাকছেন। এঁরা সকলে ‘বিকশিত ভারত দূত’ হিসাবে আসছেন সেখানে। সূত্রের খবর,🐲 রাষ্ট্রপতি ভবনে ৮০০০এরও বেশি অতিথিদের জন্য ব্যবস্থা করা হচ্ছে।
সদ্য ৪ জুন মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২৪ লোকসভা ভোটের ফলাফল। ভোটে যদিও ৪০০ পার আসনের ডাক দিয়েছিল বিজেপি, তবে ফলাফ🍌লে দেখা যায়, গেরুয়া শিবির ম্যাজিক ফিগার ২৭২ পার করতে পারেনি। এরপর জোট শরিকদের সঙ্গে নিয়ে সেই ২৭২ এর অঙ্ক পার করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। এই নিয়ে পর পর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন মোদী। তাঁর গত কার্যকালের মেয়াদকালের অন্দরে করোনার মতো সংকট আসে, নোটবাতিলের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়। সেই পর্ব পার করে এবার মোদী ৩.০ সরকার আসতে চলেছে।