আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ আটকে পড়া দুই নভশ্চর - সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি সামনে আস꧙তেই শুরু হয়েছিল নয়া বিতর্ক! যার জবাব দিতে শেষমেশ মাঠে নামতে হল মার্কি🥃ন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-কে।
কী নিয়ে বিতর্ক?
সম্প্রতি নাসা-র পক্ষ থেকে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ছবিতে তাঁদের সঙ্গে আরও দুই মহাকাশচারীকেও দেখা গিয়েছে। যাঁরা সম্প্রতি আন্তর্ꦇজাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছন।
যে ছবি ও ভিডিয়ো নিয়ে বিতর্ক দানℱা বেঁধেছে, তাতে দেখা গিয়েছে, সুনীতার তিন সঙ্গী সান্তা ক্লজের টুপি পরে আছেন। আর সুনীতার মাথায় রয়েছে ক্রিসমাস স্পেশাল সুদৃশ্য হেয়ার ব্যান্ড। এছাড়াও, আইএসএস-এর ভিতরের একটি অংশ সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। রয়েছে অন্য়ান্য ডেকোরেশন। উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের থ্যাঙ্কস গিভিংয়ের অনুষ্ঠানও পালন করেছেন সুনীতা ও বুচ।
আর এসব দেখেই নাসা-কে প্রশ্নবাণে বিদ্ধ করতে শুরু෴ করে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য খুবই স্পষ্ট - সুনীতাদের প্রাথমিকভাবে মহাকাশে পাঠানো হয়েছিল মাত্র আটদিনের জন্য। তাহলে ওই দুই বিজ্ঞানী কীভাবে একের পর এক উৎসব মহাকাশেই পালন করছেন? উৎসব উদযাপনের সামগ্রী কি তাঁরা আগে থেকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? তাহলে কি তাঁরা আগে থেকেই জানতেন যে তাঁরা মোটেও আটদিনের জন্য মহাকাশে যাচ্ছেন 🏅না? তা না হলে তো তাঁদের সান্তা ক্লজের টুপি কিংবা ক্রিসমাস ট্রি নিয়ে মহাকাশে যাওয়ার কথা নয়!
বিতর্কের মুখে কী জবাব দিল নাসা?
বিষয়টি নিয়ে জোর সমালোচনা শুরু হতেই আসর♔ে নামতে বাধ্য হয় নাসা। এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। সেখানে নাসা-কে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, নেটিজেনরা আসলে যেটা নিয়ে সন্দেহ করছেন, তাতে সন্দেহ করার মতো কোনও উপাদান নেই।
নাসা জানিয়েছে, সুনীতাদের ফেরানো সম্ভব না হলেও গত নভেম্বর মাসের শেষ দিকে স্পেসএক্স-এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৩ টন ওজনের একটি পার্সেল পাঠানো হয়! তার মধ্যেই আইএসএস-এর বর্তমান বাসিন্দাদের প্রয়োজনীয় অন্য়ান্য সামগ্রীর পাশাপাশি ক্রিসমাসের উপহার, বিশেষ খাবার, সান্তারꦍ টুপি, এমনকী ক্রিসমাস ট্রি পর্যন্ত পাঠানো হয়েছিল।
ক্রিসমাসে কী কী বিশেষ খাবার খাবেন সুনীতারা?
সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, সুনীতাদের জন্য ক্রিসমাস স্পেশাল খাবার হিসাবে নাসা-র তরফে পাঠানো হয়েছে, হ্যাম, টার্কি, আলু, নানা ধরনের সবজি, বিভিন্ন ধরনের পাই এবং কুকꦏিজ।