সংসদে বিস্ফোরক দাবি তুললেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে। বাংলা -বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করলেন নিশিকান্ত। তিনি জানিয়ে দেন, বাংলার দুটি জেলা ও বিহারের তিন জেলা নিয়ে ইউটি করতে হবে।
তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদ থেকে এসে আমাদের এখানে এসে হিন্দুদের উপর অত্য়াচার চালাচ্ছে। ঝাড়খণ্ডের পুলিশ কোনও কাজ করতে পারছে না। মুসলিমদের সংখ্য়া বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করুন। এনআরসি লাগু করুন ওই এলাকায়। কিছু না হলেও সংসদীয় কমিটি পাঠান।
তিনি সাফ জানিয়ে দেন, ওই সমস্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে।
সংসদের জিরো আওয়ারে বিজেপি এমপি নিশিকান্ত দুবে বলেন, আমাদের এলাকায় আদিবাসী জনসংখ্য়া ক্রমশ কমছে। আদিবাসী মহিলাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে হচ্ছে। এই যে আদিবাসী জনসংখ্য়া কমছে তা নিয়ে জেএমএম কিছু ভাবছে না।
নিশিকান্ত দুবে বলেন, সংবিধান আজ বিপদের মধ্যে পড়েছে। আমরা গরিব, আদিবাসী, দলিত, মহিলাদের কথা বলছি। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার সকলেরই উচিত প্রতি নাগরিকের কাছে পৌঁছে যাওয়া। আমি সাঁওতালপুর্না এলাকা থেকে এসেছি। যখন এই এলাকা বিহার থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের সঙ্গে মিশেছিল তখন আদিবাসীদের সংখ্য়া ছিল ৩৬ শতাংশ। এখন সেটাই কমে হয়ে গিয়েছে ২৬ শতাংশ। এই যে ১০ শতাংশ ট্রাইবাল তাঁরা গেলেন কোথায়? শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন ওরা। আমাদের রাজ্যে জেএমএম কিছু করছে না। আমাদের এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ ক্রমশ বাড়ছে।