করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট চিকিত্সক কে কে আগরওয়ালের𝄹। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয♛়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এইমস-এ তাঁর জীবনাবসান হয়। তাঁর বয়স হয়েছিল ৬২।
হাসপাতাল সূত্রে খবর, করোন🐬া সংক্রমণ নিয়ে ভর🧔্তি হওয়ার সময় থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।
করোনা পরিস্থিতির শুরু থেকেই আমজনতার সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডঃ আগরওয়াল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে সচেতনতামূলক পোস্ট করতেন তিনি। তাঁর বহু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।করোনা পরিস্থিতির শুরুর দিকে আমজনতা ও প্রশাসনিক স্তরে সাবধানতা অবলম্বনের গুরুত্ব তুলে ধ🎃রেছিলেন তিনি। তাঁর ভাইরাল ভিডিয়োগুলির সম্মিল🐠িত ভিউ প্রায় দশ কোটির কাছাকাছি।
১৯৭৯ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেন কে কে আগরওয়াল। চিকিত্সাক্ষেত্রে অবদানের জন্য ২০১০ সালে তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয়। বর্তমা🍌নে তিনি হার্ট কেয়ার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সভাপতির দায়িত্বে ছিলেন।
ছিলেন।