তিনি শুধু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাইꦡ নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পাকিস্তানের তেহরিক-এ-ইনসাফ পার্টি বা পিটিআই দাবি করেছে, তাদের নেতা ইমরান খানকে পাকিস্তানের আদিয়ালা জেলের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। পার্টির মুখপাত্র শেখ ওয়াকাস আক্রম দাবি করেছেন, জেলের ভিতরে যেখানে জঙ্গিদের রাখা হয়, সেরকম এক কুঠুরিতে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
এক সাংবাদিক সম্মেলনে শেখ ওয়াকাস আক্রম বলেন,' ইমরান খানকে ডেথ সেল-এ রাখা হয়েছে, তাঁকে এককভাবে নিভৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে।' ওয়াকাস আক্রম বলেন,' তাঁর দোষী সাব্যস্তের আগেই ইমরান খানকে বিচারাধীন বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয়।' আক্রমের দাবি, ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনও বন্ধু বান্ধব, পরিচিতের সঙ্গে জেল কর্কৃপক্ষ দেখা করতে দিচ্ছে না, বলে দাবি পিটিআই-র। এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই। এদিকে, পিটিআইর দাবি, কোর্টের নির্দেশ অনুযায়ী ৬ জনের সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান। তবে সেই নির্দেশকে অমান্য করেই পাকিস্তানের জেলে ইমরানে💖র সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
( Himani Narwal Murder🅘 case:মোবাইলের চার্জার জড়িয়ে কংগ্রেসকর্মী হিমানীকে খুন! পরে দেহ সুটকেস-বন্দি হয়,এ♓ল হাড়হিম করা তথ্য)
( Sheikh Hasina Stadium:ইউনুস আমলে বাংলাদেশের ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ থেকে মুছে গেল মুজি⛦ব-কন্যার নাম! নয়া পরিচিতি কী?)
( Modi shares his Photography in Gir: গাড়ির সꦇামনেই গির-এর সিংহ, ছবি তু🔜লে নিলেন মোদী! কেমন হল ফটোগ্রাফি? পোস্ট শেয়ার PMর)
( Modi on Asiatic Lion Census: চলতি বছরে দেশে এশিয়াটিক সিংহের গণনা কবে꧋? ঘোষণা মোদীর… একনজরে PMর গির-সফর)
ইতিমধ্যেই এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই। তবে তাতে, ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। পিটিআই-র দাবি, ইমরানের স্ত্রীর সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল। তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে, পার্টির দাবি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে। প্রসঙ্গত, ২০꧟২৩ সালের ৫ অগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান।