২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। তারপরই পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাবর্ষণ শুরু করে। এই হামলায় মহিলা থেকে শিশু সহ নিহত হয়েছেন ৯ জন। এছাড়াও, ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিখ সম্প্রদায়ের তিনজন সদস্য রয়েছেন বলে দাবি করল শিরোমণি আকালি দল (এসএডি)। তারা এই হামলার জন্য পাকিস্তানের সেনার তীব্র নিন্দা করে শিখ সম্প্রদায়ের নিহত তিনজনকে শহীদ হিসেবে সম্মানিত করার দাবি জানিয়েছে। (আরও পড়ুন: শুধু পশ্চিমে নয়, পূর্ব সীমান্তেও অ্যাকশন,বাংলাদেশিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ BSF-র)
আরও পড়ুন: অপারেশন সিঁদুর কী? কেন এই নাম? কী জানিয়েছে সেনা
শিরোমণি আকালি দলের সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুখবীর সিং বাদল এবিষয়ে এক্স পোস্টে পাকিস্তানের সেনাবাহিনীর নিন্দা করেছেন। পাক সেনাবাহিনীর এই পদক্ষেপকে অমানবিক বলে উল্লেখ করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে বাদল লিখেছেন, ‘পুঞ্চের পবিত্র কেন্দ্রীয় গুরুদ্বার শ্রী গুরু সিং সভা সাহেবে পাকিস্তানি বাহিনীর অমানবিক আক্রমণের তীব্র নিন্দা জানাই। ভাই আমরিক সিং জি, ভাই অমরজিৎ সিং এবং ভাই রঞ্জিত সিং এই তিনজন নিরীহ শিখ সহ অন্যান্যরা প্রাণ হারিয়েছেন।’ তিনি এই হামলায় নিহত শিখ সম্প্রদায়ের তিনজন সদস্যের পাশে থাকার বার্তা দিয়ে তাঁদের আত্মত্যাগের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং স্বীকৃতির দাবি জানিয়েছেন। বাদল বলেন, ‘আমরা মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করি। তাঁদের শহীদ হিসেবে সম্মানিত করা উচিত এবং এই শোকের সময়ে তাঁদের পরিবারকে সমর্থন করা উচিত।’ (আরও পড়ুন: পহেলগাঁওয়ের পর 'ঘুমাচ্ছিল', আর অপারেশন সিঁদুরের পরপরই মুখ খুলল 'সজাগ' বাংলাদেশ)