Last Message Before Plane Crash: ‘আমি কি শেষ কথাগুলি…’,দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় বিমান, প্রিয়জনকে কী লিখলেন যাত্রী?
1 মিনিটে পড়ুন Updated: 29 Dec 2024, 03:20 PM ISTদক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। তার আগে প্রিয়জনকে মেসেজ করে কী লিখলেন যাত্রী?
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। তার আগে প্রিয়জনকে মেসেজ করে কী লিখলেন যাত্রী?
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিমানের এক যাত্রী তার এক আত্মীয়কে টেক্সট করে জানান, বিমানের ডানায় একটি পাখি আটকে আছে। ওই ব্যক্তির শেষ কথাগুলো ছিল, 'আমি কি আমার শেষ কথাগুলো বলব?
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার কোনো এয়ারলাইন্সের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।
অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
বিমান সংস্থার সিইও কিম ই-বে কোম্পানির ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন। প্রথমেই আমরা মাথা নিচু করে ক্ষমা চাইছি জেজু এয়ারের ওপর যাঁরা আস্থা রেখেছেন। ২৯ ডিসেম্বর সকাল ৯টা ৩ মিনিটে ব্যাংকক থেকে মুয়ানগামী ফ্লাইট ৭সি২২১৬ মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়। সর্বোপরি এই দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা ও ক্ষমা প্রার্থনা করছি। বর্তমানে, দুর্ঘটনার কারণ নির্ধারণ করা কঠিন, এবং আমাদের অবশ্যই সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির কাছ থেকে আনুষ্ঠানিক তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ওই বিবৃতিতে একথাই বলা হয়েছে।